NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঢাকায় ইরানের প্রখ্যাত তাফসিরকারক মোহসেন কারাআতির সংবর্ধনা এবং রেডিও তেহরানের শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত


যুবরাজ চৌধুরী প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:১০ পিএম

ঢাকায় ইরানের প্রখ্যাত তাফসিরকারক মোহসেন কারাআতির সংবর্ধনা এবং রেডিও তেহরানের শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত

 

যুবরাজ চৌধুরী ঢাকা থেকে ফিরে :-

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রখ্যাত তাফসীরকারক ও কুরআনের শিক্ষক জনাব মোহসেন কারাআতির সংবর্ধনা এবং রেডিও তেহরানের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শ্রোতা সম্মেলন-গত ২৩-০৬-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রেডিও তেহরানের বাংলা বিভাগের কুরআনের আলো অনুষ্ঠানে বিগত ২৭ বছর যাবত জনাব মোহসেন কারাআতির তাফসির সম্প্রচার হয়ে আসছে। সম্প্রতি এই তাফসির সমাপ্ত হওয়ায় ইরানের এই বিশিষ্ট আলেমকে ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব রিলিজিয়ন্স এন্ড ডেনোমিনেশন্স-ইরানের প্রফেসর ড. আলী জাদেহ মাহদি মুসাভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান কালচারাল সেন্টারের কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী। আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলাদেশ প্রতিনিধি সাহাবুদ্দিন মাশায়েখি রাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম খান। উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। সূচনা বক্তব্যে প্রদান করেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ও  বাংলা বিভাগের সাবেক পরিচালক মুজাহিদুল ইসলাম তিনি মোহসেন কারাআতির তাফসির বঙ্গানুবাদের স্মৃতিচারণা তুলে ধরেন।  সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, মোহসেন কারাআতির কাজ ও প্রচেষ্টা নিঃসন্দেহে মানবজাতির জন্য অশেষ কল্যাণকর, যা আমরা সবাই তার ভালো কাজের স্বীকৃতির সাক্ষ্য দিচ্ছি এবং কুরআনের তাফসির করে তিনি সফল হয়েছেন। তার এই তাফসির সারা বিশ্বের লাখো কোটি মানুষের কাছে পৌঁছেছে, তার এই মহান কর্ম সফল। প্রধান অতিথি প্রফেসর ড. আলী জাদেহ মাহদি মুসাভি বলেন, মোহসেন কারাআতির  তাফসির ইরানি মানুষের কাছে প্রবাদ বাক্য হিসেবে মনের গহীনে গেঁথে আছে। ইসলাম ও কুরআনের আলোকে পূর্ণাঙ্গ জীবন বিধানে যা খুবই কার্যকরী। রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক নাসির মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অপর সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমান। তিনি কুরআনের আলো অনুষ্ঠানের বিষয়ে শ্রোতাদের মতামত তুলে ধরেন। সেই সাথে মোহসেন কারাআতির সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বাংলাদেশকে বেছে নেওয়ায় আইআরআইবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রেখেছেন সাবেক বেতারকর্মী শাহ নেওয়াজ তাবিব, কবি আমিন আল আসাদ, লেখক ও ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান, ইরানের কোম থেকে আগত বাংলাদেশি আলেম আলী নওয়াজ খান। বেতার শ্রোতা সংগঠকদের মধ্য থেকে আলোচনায় অংশ নেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ, সাধারণ সম্পাদক আবু তাহের, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'র সভাপতি প্রকৌশলী মনজুরুল আলম রিপন, সাধারণ সম্পাদক সোহেল রানা হৃদয়, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ সভাপতি মো. শাহাদত হোসেন, আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদীর সভাপতি হোসাইন মূসা ও সিনিয়র বেতার শ্রোতা মুখলেছুর রহমান প্রমুখ‌।  উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত, ছিলেন বেতার শ্রোতা যথাক্রমে-এম. জামাল আহমেদ সুবর্ণ, ফরিদপুর, আলো আহমেদ, ঢাকা, আবুল কালাম, নরসিংদী, আতাউর রহমান রঞ্জু, রংপুর, রওশন আরা, ঢাকা, রেহানা পারভীন, সোহেল রানা। অনুষ্ঠানে আগত অতিথিদেরকে উপহার প্রদান করে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। রেডিও তেহরান এবং আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার শ্রোতারাও উপস্থিত ছিলেন এ আয়োজনে। ধর্মীয় মূল্যবোধকে সরলভাবে যাপিত জীবনে বোঝার জন্য কুরআনের আলো অনুষ্ঠানের প্রতিটি পর্বকে একেকটি মূল্যবান সম্পদ বলে আখ্যা দেন আলোচনায় অংশগ্রহণকারী সকলেই।