NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঢাকায় রেডিও তেহরান বাংলা বিভাগের বেতার শ্রোতা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৫৬ পিএম

ঢাকায় রেডিও তেহরান বাংলা বিভাগের বেতার শ্রোতা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা রেডিও তেহরান বাংলা বিভাগের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেতার শ্রোতা সম্মেলন-২০২৩  অনুষ্ঠিত হয়। ২৩ জুন-২০২৩ শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত ইরান কালচারাল সেন্টার, ধানমন্ডি, ঢাকায় বাংলা বিভাগের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রতিনিধি সাহাবুদ্দিন মাশায়েখি রাদ, ইরান সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকার কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম খান।প্রধান অতিথির বক্তব্যে ইউনিভার্সিটি অব রিলিজিয়ন্স এন্ড ডেনোমিনেশন্স, কোম, ইরানের প্রফেসর ড. আলী জাদেহ মাহদি মুসাভি তিনি বলেন, মোহসেন কারাআতির  তাফসির ইরানি মানুষের কাছে প্রবাদ বাক্য হিসেবে মনের গহীনে গেঁথে আছে। ইসলাম ও কুরআনের আলোকে পূর্ণাঙ্গ জীবন বিধানে যা খুবই কার্যকরী।

রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ও  বাংলা বিভাগের সাবেক পরিচালক মুজাহিদুল ইসলাম তার সূচনা বক্তব্যে প্রদান করেন এবং মোহসেন কারাআতির তাফসির বঙ্গানুবাদের স্মৃতিচারণা তুলে ধরেন। 

রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম সভাপতি বক্তব্যে বলেন, মোহসেন কারাআতির কাজ ও প্রচেষ্টা নিঃসন্দেহে মানবজাতির জন্য অশেষ কল্যাণকর, যা আমরা সবাই তার ভালো কাজের স্বীকৃতির সাক্ষ্য দিচ্ছি এবং কুরআনের তাফসির করে সফল হয়েছেন, তার এই তাফসির সারা বিশ্বের লাখো মানুষের কাছে পৌঁছেছে, তার এই মহান কর্ম সফল।

রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক নাসির মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অপর সিনিয়র সাংবাদিক আশরাফুর রহমান। তিনি কুরআনের আলো অনুষ্ঠানের বিষয়ে শ্রোতাদের মতামত তুলে ধরেন। সেই সাথে মোহসেন কারাআতির সংবর্ধনা অনুষ্ঠানের জন্য বাংলাদেশকে বেছে নেওয়ায় আইআরআইবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রেখেছেন সাবেক বেতারকর্মী শাহ নেওয়াজ তাবিব, কবি আমিন আল আসাদ, লেখক ও ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান, ইরানের কোম থেকে আগত বাংলাদেশী আলেম আলী নওয়াজ খান।

বেতার শ্রোতা সংগঠকদের মধ্য থেকে আলোচনায় অংশ নেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ, সাধারণ সম্পাদক আবু তাহের, আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'র সভাপতি প্রকৌশলী মনজুরুল আলম রিপন, সাধারণ সম্পাদক সোহেল রানা হৃদয়, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ সভাপতি মো. শাহাদত হোসেন, আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদীর সভাপতি হোসাইন মূসা ও সিনিয়র বেতার শ্রোতা মুখলেছুর রহমান প্রমুখ‌। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেতার শ্রোতা যথাক্রমে-এম. জামাল আহমেদ সুবর্ণ, ফরিদপুর, আলো আহমেদ, ঢাকা, আবুল কালাম, নরসিংদী, আতাউর রহমান রঞ্জু, রংপুর, রওশন আরা, ঢাকা, রেহানা পারভীন, সোহেল রানা ও মঞ্জুরুল আলম ।

অনুষ্ঠানে আগত অতিথিদেরকে উপহার প্রদান করে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ। এ ছাড়া এ দিন রেডিও তেহরান ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলার শ্রোতারাও উপস্থিত ছিলেন এ আয়োজনে।  ধর্মীয় মূল্যবোধকে সরল ভাবে যাপিত জীবনে বোঝার জন্য কুরআনের আলো অনুষ্ঠানের প্রতিটি পর্বকে একেকটি মূল্যবান সম্পদ বলে আখ্যা দেন তারা।