NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আজি মানুষের ভিড়ে মানুষ কোথায় পাই ?-- সৈয়দ ওমায়ের হাসান


Syed Omair Hassan প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ পিএম

আজি মানুষের ভিড়ে মানুষ কোথায় পাই ?-- সৈয়দ ওমায়ের হাসান

 

আজি মানুষের ভিড়ে মানুষ কোথায় পাই ?

মানুষের ভিড়ে, মানুষ খোঁজে মন,

নয়নে দেখিছে মানুষ,

দুপায়ের মানুষ, দুষ্পদ মানুষ,

মান আর হুঁশবিহীন মানুষ,

না আছে বোধ, চোখ, চিন্তার বালাই।

কামাই ,জমাই, খাই,আর ঘুমাই।

লাশ হয়ে ঘুরে জীবিত মানুষ

তবু করিছে বড়াই, চলিছে লড়াই।

আজি মানুষের ভিড়ে মানুষ কোথায় পাই ?