মশিউর আনন্দ প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:৫২ এএম
নিউইয়র্ক বাংলা ডেস্ক রিপোর্ট :পঞ্চম ডিজিটাল চীন নির্মাণ-বিষয়ক শীর্ষ সম্মেলন ফু চিয়ান প্রদেশের রাজধানী ফু চৌতে আয়োজিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ‘ডিজিটাল চীন উন্নয়ন-বিষয়ক প্রতিবেদন-২০২১’ প্রকাশিত হয়। পাশাপাশি, ২০২২ সালের গোটা জনগণের ডিজিটাল জ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন মাস শুরু হয়।
ডিজিটাল চীন উন্নয়ন-বিষয়ক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের ডাটা উৎপাদন পরিমাণ ২.৩ গিগাবাইট থেকে বেড়ে ৬.৬ গিগাবাইটে পরিণত হয়েছে।২০২১ সালে চীনের ডাটা উৎপাদন পরিমাণ ছিল বিশ্বের মোট পরিমাণের ৯.৯ শতাংশ। ফলে চীন এক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করে। বিশ্বের সবচেয়ে বড় আকারের এবং সবচেয়ে উন্নত প্রযুক্তির নেটওয়ার্ক অবকাঠামো চীনে নির্মাণ করা হয়েছে।
২০২১ সালের শেষ দিক পর্যন্ত, চীনে ১,৪২৫ হাজারটি ফাইভ-জি ঘাঁটি নির্মাণ করা হয়, তা বিশ্বের মোট পরিমাণের ৬০ শতাংশেরও বেশি। চীনের সব গ্রামে ব্রডব্যান্ড ব্যবহার করা যায়।দেশের ই-কমার্স লেনদেন পরিমাণ ২০১৭ সালের ২৯ ট্রিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ২০২১ সালে ৪২ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। এ প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে চ্য চিয়াং, বেইজিং, সাংহাই, কুয়াং তোং, চিয়াং সু, সান তোং, থিয়ান চিন, ফু চিয়ান, হু পেই, ও সি ছুয়ান চীনের ডিজিটাল উন্নয়নের প্রথম দশে রয়েছে।
এদিন ২০২২ সালের গোটা জনগণের ডিজিটাল জ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন মাসও শুরু করা হয়। এ সময়ে সংশ্লিষ্ট ফোরামসহ নানা কার্যক্রম আয়োজন করা হবে। চীনের নেটওয়ার্ক নিরাপত্তা-বিষয়ক সমিতির উপপ্রধান ছি সিয়াং তোং জানান, প্রতিবছর ডিজিটাল চীন-বিষয়ক শীর্ষসম্মেলনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের সরকার ও এ খাতের প্রতিষ্ঠানগুলো মত বিনিময় করতে পারে এবং চীনের ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন ও ডিজিটাল শিল্পের সংস্কারকে এগিয়ে নিতে পারে।