NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

শুভ জন্মদিন আপা-- ফকির সেলিম


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৫২ পিএম

শুভ জন্মদিন আপা-- ফকির সেলিম

শুভ জন্মদিন আপা

তীরবেগে ছুটে চলা ধীর লয়ে গল্পে
প্রিয়জন করে নেন অতি দ্রুত অল্পে
ছিপছিপে গড়নের লাল শাড়ি পরনের
রমনীর ধমনীতে কি যে উৎকন্ঠা
এই বুঝি বেজে গেল বারোটার ঘন্টা

রেডীওর প্রতি শোর মনকাড়া শব্দ
রোগে শোকে কভু তাকে করেনাকো জব্দ
কান তার সান দেয়া চোখ রেখে বন্ধ
কোথা কার দরকার পেয়ে যান গন্ধ

চুল তার ঢেউ তোলা মুখে মৃদু হাস্য
আড্ডার আগে বসে দিয়ে যান ভাষ্য
সদা হাসি রমনীর রাগ যেন অগ্নি
কারো ধার নাহি ধরে ভাই বস ভগ্নী

পেশা তার নেশাদার খবরের গল্পে
রাজনীতি খেলাপ্রীতি থামেনাকো অল্পে
অফিসের ম্যানেজার ঘরে গৃহ কত্রী
পতি নাতি সব মিলে সুখী ছেলে পুত্রী

কারো ধার নাহি তার নাই কিছু বকেয়া
হায়দারী হকে ডাকে সবে তাকে রোকেয়া।