আকবর হায়দার কিরন প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩০ পিএম
বাবুল ( এনায়েত করিম ) শূন্য, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এখনো দিন যায় রাত পোহায় আবার দিন আসে !
অনেক দিন থেকে যাই যাই করে সম্প্রতি সত্যি সত্যি নিউ ইয়র্ক ছেড়ে চলে গেছেন বাবুল ভাই। আমাদের অনেকের খুব প্রিয় বাবুল ভাই- ইকেবি- অত্যন্ত্ কৃতি চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল। টিভি এশিয়ার বাবুল। নিউ ইয়র্ক ফিল্ম সেন্টার এর বাবুল, চরম আড্ডাবাজ এবং অতিরিক্ত অতিথি পরায়ন আমাদের সবার প্রিয় বাবুল ভাই। আমি তাঁকে খুব মিস করলেও ভাবতেই ভালো লাগছে যে , পাখি তার আপন নীড়ে ফিরে গেছে। প্রানপ্রিয় সৃষ্টি,কৃষ্টি এবং ভাবীকে দূরে রেখে এই এতিম জীবন যাপনের কোন মানেই হয়না। তাই আমি অনেকদিন থেকে চাইছিলাম তিনি যেন এখান থেকে দূর হয়ে যান। আমাদের বেশী প্রিয় শহর নিউ ইয়র্কের 'জঞ্জাল' ছেড়ে টরন্টো এর সুরম্য দালানের ২২ তালার চকচকা ঘরে থাকতে তার মোটেও ভালো লাগছেনা । কিন্তু ' মাই ফ্রেন্ড ইয়ু হেভ নো চয়েস'।
বাবুল ভাই, আপনার উপর আমার রাশি রাশি অভিমান আছে। আমার কোন অনুরোধ আপনি রাখেননি। বহু বছর থেকে, বার বার বলেও ক্যামেরার সামনে বসে জীবন নিয়ে গল্প করবার কোন সুযোগ আপনি আমাকে দেননি। আপনি আমাকে কখনো পাত্তাই দেননি। চেয়েছিলাম জীবনের কিছু জানা অজানা স্মৃতি ধরে রাখতে, প্রিয় বন্ধুদের নিয়ে গল্প করতে। বাংলাদেশে শর্ট ফিল্ম আন্দোলনের ইতিহাস নিয়ে কথা বলতে। তারেক মাসুদ, মিশুক মুনিয়ের কে নিয়ে অনেক গল্প করতে। বলেছিলাম আসুন গল্প করি আপনার নির্মিত অসাধারণ ছবিগুলো নিয়ে কথা বলি।
ক'বছর আগে আপনাদের টিভি এশিয়ার জন্যে পরম শ্রদ্ধেয় পন্ডিত রামকানাই দাশের যে বিশেষ সাক্ষাৎকার নিয়েছিলাম তার একটি কপি পন্ডিতজিকে উপহার দেয়ার জন্যে শতবার চেয়েও ব্যর্থ হয়েছি। অথচ এই আপনিই কতো কষ্ট করে সেন্ট্রাল পার্কে এবং হাডসন নদীতে চিত্রায়িত বন্যা আপাকে নিয়ে করা আপনার অনেক মুল্যবান মিউজিক ভিডিও তাঁকে এমনিই দিয়ে দিয়েছেন।
চরম অনিশ্চয়তা এবং অশান্তির নিউ ইয়র্ক শহর ছেড়ে আপনি এখন ছিমছাম কানাডায়।কিন্তু ভালো করেই জানি আপনার মনটা এখনো পড়ে আছে জ্যাকসন হাইটসের মেঘনার কোনে। আপনি চলে গেছেন বলে আমাদেরও হৃদয়টা কেমন যেন খালি খালি লাগছে। কিন্তু তাতে কিছুই যায় আসেনা। আমরা চাই আপনি কস্ট হলেও বাচ্চাদের কাছে, আমাদের প্রিয় ভাবীর কাছে থাকুন। ওদের সবাইকে প্রতিদিন , প্রতি মুহূর্ত আপনি কি পরিমান মিস করতেন তা আমরা হাড়ে হাড়ে টের পেতাম।
বাবুল ভাই, আপনি নিউ ইয়র্ক থেকে খুব কাছেই থাকেন। কানাডা থেকে বিমানে উড়ে আসতে খুব কম সময় লাগে, বেশী টাকাও লাগেনা। আপনি চাইলেই যে কোন দিন জ্যাকসন হাইটস এসে আমাদের নিয়ে কবিরের চা কিংবা হাটবাজারের সিঙ্গাড়া ভাগাভাগি করে খেতে পারবেন। আমরা মোশাররফ ভাই এর ওখানে রাতভর আড্ডা দিতে পারবো। কোন ব্যাপার নয় হুট করে চলে আসা। বিমান কিংবা বাস এর টিকেট মাঝে মাঝে আমিও উপহার পাঠাতে পারবো। আপনি ওখানে থাকুন, ওখানে থাকাটাই আপনার জন্য মঙ্গল হবে। তবে এখন আপনার নতুন জীবনে অনেক কিছু করবার সুযোগ হবে, অনেক সময় পাবেন। আল্লাহ্র ওয়াস্তে কিছু করুন। আবার লেখালেখিও করুন। সময় নষ্ট করবেননা। কারন সময় গেলে সাধন হবেনা।