NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঐতিহ্যবাহী জাগরনী ভরনের মেলার সমাপ্ত দিন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:২২ পিএম

ঐতিহ্যবাহী জাগরনী ভরনের মেলার সমাপ্ত দিন

এম আব্দুর রাজ্জাক, আমবাড়িয়া, বগুড়া থেকে : বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০২ নং ওর্য়াডের আমবাড়িয়া গ্রামে ঐতিহ্যবাহী প্রায় ৩০০ শত বছরের প্রাচীনতম জাগরনী ভরনের মেলা শেষ তৃতীয় দিনের মেলা  অনুষ্টিত হয়েছে। আজ ৮ ই জুন /২৩ ইং বৃহস্পতিবার বেলা ৩ টায় প্রতিবছরের মত এবারও শেষ দিনের মেলা অনুষ্টিত হয়েছে।গত ৬ই জুন মঙ্গলবার থেকে জাগরনী ভরনের মেলা শুরু হয়। এ মেলা চলে তিন দিন ধরে। এ মেলায় হিন্দু শাস্ত্রের মোতাবেক কালি পূজা সহ বিভিন্ন পূজা  এবং শেষে থাকে পাতা টানা খেলা। যা দেখার উপভোগ করার মত। সরেজমিনে মেলার বিভিন্ন দিক ঘুরে দেখা যায় যে, এবছর ও  বিভিন্ন দোকান পাট বসেছে। এছাড়াও মিষ্টির দোকান, জিলাপির দোকান, চুড়ি- ফিতার, ফুচকা, নাগর দোলা সহ বিভিন্ন হরেক প্রসাধনীর জিনিস পত্র মেলায় দোকান পাট দেখা যায়।আমবাড়িয়া, ইসবপুর আদিবাসী গ্রামের ভক্তরা  মেলায় সমবেত হয় এবং ভরনের নাচ- গান দেখেন।

এছাড়াও এসব গ্রামের ঘরে ঘরে জামাই মেয়ে সহ আত্মীয় স্বজন নিয়ে  আনন্দ করছেন।আজ এ মেলায় এলাকার বিভিন্ন গন‍্যমান‍্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ মেলায় পরিচালনা করেন শ্রী বিমল চন্দ্র। আজ সন্ধ্যায় ভরনের নাচ আর পাতা টানা খেলার মধ্যে দিয়ে শেষ হলো  এবছরের ঐতিহ্যবাহী জাগরনি ভরনের মেলা।