খবর প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:১৯ পিএম
|
10:39 PM (12 minutes ago) |
|
||
|
হৃদয়ে জাগে প্রেম ক্ষণিক
বসি যখন মুখোমুখি
চলে রেলগাড়ি ঝিকিঝিক
অপর প্রান্তে কোন এক সুশ্রী তরুনী নজর দিক বা না দিক
হৃদয়ের ঘড়ি বাজি ঠিক ঠিক
ছন্দে ছন্দে চলা ট্রেন
এই বুঝি নেমে গেল
পরের ষ্টেশন
মোহনীয় এক আবেশি মন
উড়ে গেল নিমিষেই
বিমূর্ত স্মৃতি যা ছিল এতক্ষণ।
দিনের আলোয় দেখি তোমায় উৎসুক নয়নে
অস্ত রাগে আসো তুমি অনুভবে।
চলে তোমার আমার সুখধারা
এই দিন রাত্রি
পাশা খেলার মত করে ।
নিলাভ সুন্দরী বলি আমি
এই পৃত্থী
আগলে রাখে সযতনে যত আবেগি রোমন্থন।
আপন অক্ষে আমার আবর্তন
তুমি ও যে আছো ঘিরে
করে নিজকে সমর্পন ।
শুভ এক বিকেলের আশায় ।
আসন্ন শুভ বিকেল ।
হে প্রিয়
চলো বালুকা বেলায় আবার ফিরে যাই
তোমার আপেল রাঙা গালে পরল্ত বিকেলের আভা
যেখানে দৃষ্টি আটকে যায়
ছন্দগীন কবিতায় যদি আবার খুঁজে পাই
সাগরের মাঝে ঝিনুক আর তার ভিতর সযত্নে লুকিয়ে রাখা মুক্তার মত।
মহিমান্বিত সাগর স্নিগ্ধ আলোয় তোমার আলতা পরানো পায়ে এসে আছড়ে পড়ে
শ্রদ্ধায় নতজানু হয় বারবার।
তোমার মোহগ্রস্ত আত্মসমর্পন আমার হৃদয়ে ঘটে যায় অনুরণন।
হে প্রিয় চলো আর একবার শুনি সেই সমুদ্রের গর্জন ।
হে প্রিয় চলো আর একবার হাতে হাত রেখে ছন্দ পায়ে তীর ধরে হাঁটি অবিচল এলোমেলো গভীর অতলে।
জন্ম আমার ঘাসের ডগায়
ফেলে দিলে তুমি আমায়
তোমার পায়ের খোঁচায় ।
কে আর আছে এই যাত্রায়
আমায় বাঁচায়।
ভোরের আলোয় হাটতে চাও যেমন তুমি কিন্তু
আমিও তো রোদ পোহাই হয়ে শিশির বিন্দু।
শিশির বলে অঝোর কেঁদে
আমি যে এক অনাথ বেদে।
ঝরে গেলাম অকালে
তোমার অবহলায়
আর কি কেউ নেবে তুলে
স্নহভরে তব কোলে এই অবেলায়।
বলি কথা কানে কানে
কেহ যেন না শুনে
প্রেমে মগ্ন কোন ধুনে
দুটো হৃদয় এক তানে
বলবো কথা গানে গানে
শিকারী তীর বধ না হানে
রোদ উঠেছে
সকাল হয়েছে
আকাশ হয়েছে নীল
সাদা সাদা মেঘ গুলো
আজ হাসছে খিল খিল