NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিউ ইয়র্কে অনুষ্ঠিত রবীন্দ্র উৎসবের দ্বিতীয় দিনে সঙ্গীত পরিষদ


মিনহাজ আহমেদ প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:১৫ এএম

নিউ ইয়র্কে অনুষ্ঠিত রবীন্দ্র উৎসবের দ্বিতীয় দিনে সঙ্গীত পরিষদ

রবীন্দ্র উৎসবে সঙ্গীত পরিষদগত ৬ ও ৭ মে, নিউ ইয়র্কে অনুষ্ঠিত রবীন্দ্র উৎসবের দ্বিতীয় দিনে সঙ্গীত পরিষদ, নিউ ইয়র্ক, উপস্থাপন করেছিল 'রবি রাগ' শীর্ষক অনুষ্ঠান, আর তাতে শ্রুতিকণা দাশ ও শ্রেয়সী শ্রেষ্ঠা রবীন্দ্রনাথের গানে ভারতীয় রাগ-সঙ্গীত, তথা শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব বুঝাতে এক যুগলবন্দী পরিবেশনায় রাগ-সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত, শ্রুতিকণা দাশ পরিবেশন করেছিলেন বেহালায় রবীন্দ্র সঙ্গীতের সুর। সাথে হারমোনিয়াম বাজিয়েছিলেন কাবেরী দাশ, তবলা সঙ্গত করেছিলেন পিনুসেন দাশ, এবং মন্দিরা বাজিয়েছিলেন শহীদ উদ্দীন।

এ অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন নিউ ইয়র্কের অন্যতম পুরনো এবং ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত পরিষদ-এর মহাপরিচালক শ্রীমতি কাবেরী দাশ।