NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন মানবজাতির আধুনিকায়নে নতুন পথ দেখিয়েছে


শুয়েই ফেই ফেই: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ পিএম

চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন মানবজাতির আধুনিকায়নে নতুন পথ দেখিয়েছে

‘চীন-মধ্য এশিয়া শীর্ষসম্মেলন’ চীনের সি’আন শহরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন চলাকালে চীন ও মধ্য এশিয়ার পাঁচটি দেশ ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে মতৈক্য পৌঁছেছে। চায়না মিডিয়া গ্রুপ সিএমজির উত্থাপিত ‘মধ্য এশিয়া অনুভূতি’-চীনের ভিডিও প্রচার অনুষ্ঠান এবং ‘চীন-মধ্য এশিয়া গণমাধ্যমের উচ্চপদস্থ সংলাপ ও বিনিময় অনুষ্ঠান’ ‘চীন-মধ্য এশিয়ার শীর্ষসম্মেলনের সাফল্যের তালিকায়’ অন্তর্ভুক্ত করা হয়েছে।


সিএমজি এবং মধ্য এশিয়ার গণমাধ্যমের সহযোগিতায় আয়োজিত ‘মধ্য এশিয়া অনুভূতি’-চীনের ভিডিও অনুষ্ঠান অনেক জনপ্রিয়তা পেয়েছে। সিএমজির অনুবাদ কাজ বিভিন্ন ভাষা সংস্করণের চীনের শ্রেষ্ঠ টিভি সিরিজ বা মুভি কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের প্রধান প্রধান গণমাধ্যম দিয়ে স্থানীয় দর্শকের কাছে হাজির হয়েছে। তারা মনে করেন, এসব অনুষ্ঠান চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং চীনের উন্নয়নের সাফল্য জানার একটি জানালা খুলে দিয়েছে।

চীন-মধ্য এশিয়া শীর্ষসম্মেলন আয়োজনের আগে, চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে মধ্য এশিয়ার পাঁচটি দেশের প্রধান গণমাধ্যমের অংশগ্রহণে ‘চীন-মধ্য এশিয়ার গণমাধ্যমের উচ্চপদস্থ সংলাপ অনুষ্ঠান’ ১৬ মে আয়োজন করা হয়। সিএমজি এবং মধ্য এশিয়ার প্রধান গণমাধ্যমের কর্মকর্তারা, চীনে নিযুক্ত মধ্য এশিয়া দেশের কূটনীতিকগণ এবং বিশেষজ্ঞরা ‘চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এবং মধ্য এশিয়া: নতুন উন্নয়ন এবং নতুন সুযোগ’-এর প্রতিপাদ্যে গভীর মতবিনিময় করেছেন। অতিথিরা মনে করেন যে, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন মানবজাতির আধুনিকায়ন বাস্তবায়নে নতুন পথ দেখিয়েছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।