NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের চেয়ারম্যান বাখের সাথে সিএমজি'র বিশেষ সাক্ষাৎকার


শুয়েই ফেই ফেই,বেইজিং: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১০:১৭ পিএম

আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের চেয়ারম্যান বাখের সাথে সিএমজি'র বিশেষ সাক্ষাৎকার

আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের চেয়ারম্যান থমাস বাখ সম্প্রতি চীন সফর করেছেন। এসময় তিনি চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। 

সাক্ষাৎকারে তিনি বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের যুগান্তকারী তাৎপর্য রয়েছে। ক্রীড়া ও রাজনীতি আলাদা থাকা উচিত। তিনি আশা করেন, অলিম্পিক গেমসের বড় পরিবারের সবাই প্যারিস অলিম্পিক গেমসে অংশ নেবেন।

সাক্ষাৎকারে বাখ বলেন, যদিও বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের পর এক বছর পার হয়েছে। তবে তা বিশ্বের শীতকালীন খেলার কাঠামো পরিবর্তন করেছে। তাহলো আন্তর্জাতিক শীতকালীন ক্রীড়া ইতিহাসের যুগান্তকারী বিষয় এবং ঐতিহাসিক ব্যাপার। ‘মাইলফলক’ শব্দ দিয়েও সম্পূর্ণভাবে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের তাৎপর্য বর্ণনা করা যায় না। 

বাখ বলেন, ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজে তিনি এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পরিচিত হয়েছেন। তিনি মনে করেন, সি চিন পিং ক্রীড়াকে খুব ভালোবাসেন, ক্রীড়ার মূল্য বোঝেন। তিনি ব্যাপকভাবে চীনে এবং বিশ্বে ক্রীড়ার উন্নয়ন জোরদার করেছেন।
সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক গেমস রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের নিরপেক্ষ ব্যক্তিগত পরিচয়ে অলিম্পিক গেমসে অংশ নেওয়ার অনুমোদনের প্রস্তাব দেয়। এই সম্বন্ধে বিভিন্ন পক্ষের মতামতও ভিন্ন। বাখ বলেন, আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিশন রাজনৈতিক সংকটের মধ্যেও রাজনৈতিক অবস্থান পোষণ করবে না। যা অলিম্পিক চেতনার সঙ্গে জড়িত। আন্তর্জাতিক অলিম্পিক কমিশন শান্তির জন্য অবদান রাখতে চায়।

সিএমজিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বাখ বলেন, অলিম্পিক গেমসের খবর প্রচারে সিএমজি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস প্রচারে, দর্শক সংখ্যা, নতুন প্রযুক্তির ব্যবহার এবং সিগনাল তৈরিসহ বিভিন্ন খাতে সিএমজি নতুন মানদণ্ড এবং নতুন রেকর্ড সৃষ্টি করেছে। যা অলিম্পিক গেমসের অসীম আকর্ষণ তুলে ধরেছে। এখন সিএমজি এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিশন আবারও প্যারিস অলিম্পিক গেমসে সহযোগিতা করবে। সিএমজি ইতোমধ্যে প্যারিস অলিম্পিক গেমসের অন্যতম ব্রডকাস্টার। সিএমজি চারটি বড় ক্যাটাগরিতে আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রচার করবে এবং দুই সহস্রাধিক জনের প্রচারদল পাঠাবে। 

বাখ বলেন, প্যারিস অলিম্পিক গেমসের মাধ্যমে সারা বিশ্ব আবারও সিএমজির দক্ষতা উপলব্ধি করবে। তিনি আশা করেন, সিএমজি অলিম্পিক গেমসের চেতনাকে সারা বিশ্বে ছড়িয়ে দেবে। 

বিশেষ সাক্ষাৎকারে বাখ নিশ্চিত করেছেন যে, তিনি আসন্ন হাং চৌ এশিয়া গেমসে অংশ নেবেন। তিনি বলেন, এশিয়া ভবিষ্যতের প্রতীক। তিনি আশা করেন, হাং চৌ এশিয়া গেমস এশিয়াকে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
সূত্র : শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।