এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০৩ এএম
এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : শনিবার বিকালে বগুড়া শহরের অভিজাত রেস্টুরেন্ট "রোচাস" এ ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ বগুড়া জেলা শাখার অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী বিভাগের প্রধান উপদেষ্টা মোমিন উদ দৌলা সমাজী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকী।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানের শুরুতেই কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে শোক জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের অভিষেক অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট সমাজ সেবক আব্দুল্লাহ আল মামুন ও এপেক্সিয়ান কোহিনূর খানম'র সার্বিক দিক নির্দেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট উপস্থাপক শাহীন আলম।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মোমিন উদ দৌলা সমাজী। এরপর শুরু হয় নবগঠিত জেলা কমিটির সদস্যদের পরিচয় পর্ব। পরিচয়পর্ব শেষে পর্যায়ক্রমে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এপেক্সিয়ান কোহিনূর খানম এবং সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম হাওলাদার। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা কায়েস উদ্দিন, বগুড়া জেলা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি শাজাহান আলী সম্রাট, সাংবাদিক মামুনুর রশীদ শাইন, সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ ও খোরশেদ আলম, বগুড়ার সুজন সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মীর ফরহাদ আলী, সাগর প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক আলতুনিয়া টুটু, সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ মাহবুব আলম জিয়ন, সহসভাপতি প্রভাষক সাথী আকতার, নৃত্য বিষয়ক সম্পাদক ও নৃত্য পরিচালক শাফায়াত সজল, ইঞ্জিনিয়ার রসুল খন্দকার, রবিউল ইসলাম, শাকিল শেখ, নয়ন রায় সহ সংগঠনের সকল সদস্য, সুধীজন ও বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে তৃণমূল থেকে উঠে আসা সম্মানিত সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।