NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

মূলধারায় সম্পৃক্ত করার পাশাপাশি নানাভাবে সচেতন করতে নিরন্তর কাজ করছে রাইজ আপ নিউইয়র্ক


জামিল সারোয়ার প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৫৩ এএম

মূলধারায় সম্পৃক্ত করার পাশাপাশি নানাভাবে সচেতন করতে নিরন্তর কাজ করছে রাইজ আপ নিউইয়র্ক

আমেরিকান বাংলাদেশীদের মূল ধারায় সম্পৃক্ত করার পাশাপাশি নানাভাবে সচেতন করতে নিরন্তর কাজ করছে কমিউনিটির প্রিয় সংগঠন রাইজ আপ নিউইয়র্ক সিটির  বার্ষিক লিডারশিপ সামিটে অংশ নেন সংগঠনের নেতা নেতৃবৃন্দ  ১২ মে’ শুক্রবারসন্ধ্যায় নিউইয়র্ক সিটির আগ্রা প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সংশ্লিষ্টরা জানান মুলধারাররাজনীসম্পর্কে যুবগুষ্ঠীকে অবগত ও সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য। মূল ধারায় সম্পৃকতা বাড়ছে বাংলাদেশী প্রজন্মের। এই ধারা আরো বাড়াতে উদ্যোগ নেয়াই রেইজ আপ নিউইয়র্কের লক্ষ্য।সামনের দিনগুলোতে অ্যামেরিকান বাংলাদেশী প্রজন্ম নিজেদের ভোটের অধিকার থেকে শুরু করে প্রতিটি প্রত্যাশিত অধিকারআদায়ে যেন সচেষ্ট থাকে, এই বিষয়গুলোতে সচেতন করতেই এই রাইজ আপ নিউইয়র্ক সিটির অগ্রযাত্রা চলবে বলে জানানআয়োজকরা। 

সংগঠনের প্রেসিডেন্ট শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস, তিনিবাংলাদেশী কমিউনিটির ভূয়সী প্রশংসা করে এবং দ্রুত অগ্রসরমান বাংলাদেশী কমিউনিটি নিজেদের দক্ষতায় আমেরিকায়নিজেদের জায়গা করে নিচ্ছেন বলেও ঊল্লেখ করেন। গুরুত্বপূর্ন পদে আমেরিকান বাংলাদেশী কমিউনিটির মানুষ স্বমহিমায়উদ্ভাসিত বলেও মন্তব্য করেন তিনি। এই সময় তিনি তাঁর নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। অপরাধ দমনসহ নিউইয়র্ক সিটিতেতাঁর সময়ে নানা উন্নয়নের কথা বলেছেন এরিক অ্যাডামস। 

রাইজ আপ নিউইয়র্ক সিটির আইন বিষয়ক ভিপি হুময়ুন কবিরের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানের স্পিকার অব দ্যাইভেন্ট ছিলেন শামসুল হক। এছাড়া উপস্থিত ছিলেন চীফ এডমিনিসেট্রটিভ অফিসার মীর বাশার, নিউইয়র্ক সিটি মেয়রঅফিসের সাউথ এশিয়া এন্ড মুসলিম এফেয়ার্সের সিনিয়র এডভাইজার আহসান চুগতাই, নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যানজেনিফার রাজকুমার, নিউইয়র্ক স্টেট সিনেটর মি. জন লু, নিউইয়র্ক স্টেট সিনেটর মি. রবার্ট জ্যাকসন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাইজ আপ নিউইয়র্ক সিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এরশাদুর সিদ্দিকী, ভাইসপ্রেসিডেন্ট অব ফিন্যান্স মোহাম্মদ আব্দুল জলিল, ভাইস প্রেসিডেন্ট অব কমিউনিকেশন্স মোহাম্মদ লতিফ, ভাইস প্রেসিডেন্টঅব মিডিয়া অ্যাফেয়ার্স জামিল সারওয়ার, ভাইস প্রেসিডেন্ট অব কমিউনিটি অ্যাফেয়ার্স মাহবুবুর জুয়েল, ভাইস প্রেসিডেন্ট অবইভেন্ট ইশাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারফেইথ অ্যাফেয়ার্স সাইয়েদ উতবা। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির একাধিক প্রিয় মুখ। 

সবার প্রত্যাশা স্বপ্নের নিউইয়র্ক তৈরীতে আগামী দিনগুলোতে দ্রুত এগিয়ে যাবে প্রানের সংগঠন রাইজ আপ নিউইয়র্ক সিটি।আমন্ত্রিত অতিথিরা দ্রুত অগ্রসরমান বাংলাদেশী কমিউনিটির নানা উদ্যোগ ও এগিয়ে যাওয়া এবং অনুপ্রেরনার কথাবলেছেন। অচিরেই এই কমিটির পরবর্তী প্রজন্ম আত্মবিশ্বাস নিয়ে দুরন্ত গতিতে আরো অনেকদুর যাবে এমন প্রত্যাশার কথাব্যক্ত করেন নিউইয়র্কের উপস্থিত প্রবীন নেতারা নেত্রী গন।