খবর প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ এএম
এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : গত ১২ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশে অবস্থিত জিরানী যীশু কর্মী কেন্দ্রে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিডিয়া বিষয়ক সেমিনার।এতে জিরানীর আশে-পাশের এলাকা থেকে প্রায় ৫০ জন যুবক-যুবতী ও পিতা-মাতারা এই সেমিনারে অংশহগ্রহণ করে।জিরানী যীশু কর্মী কেন্দ্রের পরিচালক ফাদার জন পাওলো পিমে, সেমিনারে শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদের পরিবার গুলোকে আরো সচেতন হতে হবে। মিডিয়ার মধ্য দিয়ে যেন আমরা সত্যটা প্রকাশ ও গ্রহণ করে একটি খ্রিস্টীয় পরিবার গড়ে তুলতে পারি। এই মিডিয়া বিষয়ক সেমিনার পরিচালনা করেন ফাদার নিখিল গমেজ, রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগের কোর্ডিনেটর। তিনি গণমাধ্যমের সঠিক ব্যবহার, সংবাদ লিখন পদ্ধতি এবং ৫৭তম বিশ্ব যোগাযোগ দিবস সর্ম্পকে আলোচনা করেন।
ফাদার নিখিল বলেন, “বর্তমান যুগ হলো গণমাধ্যমের যুগ। তাই এই গণমাধ্যম ব্যাবহারের ক্ষেত্রে আমরা যেন আরো সচেতন থাকি। আমাদের পরিবার ও সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেক সমস্যা আর এই সকল সমস্যা গুলোর মূল কারণ হলো গণমাধ্যমের সঠিক ব্যবহার না করা। তাই আমাদের প্রত্যেকেরই আরো বেশী সচেতন হতে হবে মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে।”
“প্রতি বছর প্রভু যিশুর স্বর্গারোহণ পর্বের দিন মাতা মণ্ডলী পালন করে থাকে বিশ্ব যোগাযোগ দিবস। আর এবছর আমরা পালন করছি ৫৭তম বিশ্ব যোগাযোগ দিবস। যার মূলসুর হচ্ছে “হৃদয় দিয়ে কথা বলা”। হৃদয় আমাদের এগিয়ে যেতে, অনুভব করতে সর্বদায় অনুপ্রাণিত করে, এবং হৃদয়ই আমাদের খোলামেলা হওয়া জন্য প্রত্যেককে আহবান করে তাই আমাদের হৃদয় দিয়ে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে,” বলেন ফাদার নিখিল।
পোপ মহোদয় ৫৭তম বিশ্ব যোগাযোগ দিবসে যে মূল প্রতিপাদ্য বিষয় আমাদেরকে চিন্তার ও ধ্যানের জন্য রেখেছেন তা অত্যন্ত সময়োপযোগী। কেননা বর্তমান সময়ের বাস্তবতায় আমরা দেখি যে, মানুষ যেন হৃদয় দিয়ে কথা বলছে না, আবার হৃদয় দিয়ে কথা বলার চেষ্টা করছে না। তাই এবারের বিশ্ব যোগাযোগ দিবসে পোপ মহোদয়ের ঐকান্তিক আহ্বান আমরা যেন হৃদয় দিয়ে কথা বলি।সেমিনারে অংশগ্রহণকারী বৃষ্টি তার অনুভুতি ব্যক্ত করে বলেন, “আজকের এই সেমিনার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি গণমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরো সচেতন হবো বলে নিজে সিদ্ধান্ত নিয়েছি।”