NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বীরকন্যা প্রীতিলতার জন্মবার্ষিকীতে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:১৮ এএম

বীরকন্যা প্রীতিলতার জন্মবার্ষিকীতে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

 

 

বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ৫মে ২০২৩ অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে প্রদীপ ঘোষ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বীরকন্যা প্রীতিলতার চলচ্চিত্রটি সরকারের অনুদানে নির্মিত হয়েছে।  আলোচনা পর্বে অংশ নেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন গ্রীণ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গোলাম সামদানী ফকির, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা,  কামরুজ্জামান তাপু এবং চলচ্চিত্র নির্ম।তা প্রদীপ ঘোষ।  রাজধানীর ড্যাফোডিল ইউনিভার্সিটির একাত্তর অডিটোরিয়াম আয়োজিত আলোচনা পর্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রীতিলতা বাঙালির শক্তি ও সাহসের নাম। মাতৃভূমির জন্য মাত্র একুশ বছরের এই তরুনি বুকের রক্ত দিয়ে সাম্রাজ্যবাদী বৃটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করে আমাদের বীরের জাতির সন্মান দিয়েছিলেন।  গ্রীণ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গোলাম সামদানী ফকির বলেন, ‘ আমরা আমাদের প্রজন্মকে এই সকল মহান বিপ্লবীর জীবন সংগ্রাম জানাতে চাই, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম মাতৃভূমির স্বাাধীনতার ধরাবাহিকতাকে  উপলব্ধি করতে পারে। 

বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রের পরিচালক প্রদীপ ঘোষ বলেন, আজকের এই দিনে আমরা বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে আয়োজন করতে পেরে গর্বিত। আগত দর্শকদের মধ্যে নারী ও তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানাই।