NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঢাকায় নিযুক্ত নতুন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০২ পিএম

ঢাকায় নিযুক্ত নতুন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক

ঢাকায় নতুন বৃটিশ হাইকমিশনার 'বাংলাদেশের সরকার ও জনগণের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি'। ঢাকায় নিযুক্ত নতুন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক আজ (রবিবার) ঢাকায় এসে পৌঁছেছেন। ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।   ওদিকে, ঢাকায় আসার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই নিশ্চিত করে সারাহ কুক লিখেছেন, "হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত বোধ করছি।আমি দুই দেশের মধ্যেকার গভীর সম্পর্ক জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তা সহ আমাদের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সরকার ও দেশটির জনগণের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।"  উল্লেখ্য, সারাহ কুক এর আগে (২০১২-২০১৬) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ–পূর্ব এশিয়ার প্রধান, তানজানিয়ায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন সারাহ কুক বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হলেন।