NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিবিএফসি আয়োজিত ইফতার মাহফিল চীন ও বাংলাদেশের মধ্যে দৃঢ় ও গভীর বন্ধুত্বের প্রমাণ


নিউইয়র্ক বাংলা ডেস্ক রিপোর্ট: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:২৮ পিএম

সিবিএফসি আয়োজিত ইফতার মাহফিল চীন ও বাংলাদেশের মধ্যে দৃঢ় ও গভীর বন্ধুত্বের প্রমাণ

 

চায়না- বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার- সিবিএফসি এর উদ্যোগে স্থানীয় সময় ২০ এপ্রিল,২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় হংকং- এর কাওলুনে ব্লু ওশান রেস্টুরেন্টে  বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশান হংকং- এর সহযোগিতায় ইফতার মাহফিল ও ডিনারের আয়োজন করা হয়।  

সিবিএফসি এর জুনিওর মেম্বার ফোরাম সাধারন সম্পাদক মাস্টার তাজিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিবিএফসির সম্মানিয় চেয়ারপারসন জনাব চৌধুরী মেহমুদুর রেহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্সুলেট জেনেরাল হংকং এর কন্সুল জনাব জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সিটি কউন্সিলর মিস্টার বেনি ইয়ুং, ডেব ইথনিক মাইনোরিটি কমিটির ভাইস চেয়ার মিস্টার জেসন চেং এবং ইন্টারন্যাশনাল ইসলামিক সোসাইটি প্রেসিডেন্ট জনাব বজলুল কাদের হেলাল মহোদয়।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশান হংকং এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ রবিউল ইসলাম এবং অতিথিদের পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য প্রদান করেন  চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (CBFC) এর সাধারণ সম্পাদক, ড. ফখরুল ইসলাম বাবু। 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কন্সুলেট জেনেরাল হংকং-এর কন্সুল জনাব জাহিদুর রহমান তাঁর বক্তবে, বাংলাদেশ চীন মৈত্রী উন্নয়নে সিবিএফসির প্রশংসা করেন এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশান হংকং এর বিভন্ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। 

চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (CBFC) এর সাধারণ সম্পাদক, ড. ফখরুল ইসলাম বাবু তাঁর বক্তবে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানান, বিশেষ কৃতজ্ঞতা জানান বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশান হংকং এর সকল সদস্যদের। বিশেষ অতিথি ডেব ইথনিক মাইনোরিটি কমিটির ভাইস চেয়ার মিস্টার জেসন চেং তাঁর বক্তবে বলেন ‘সিবিএফসি  কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল চীন ও বাংলাদেশের মধ্যে দৃঢ় ও গভীর বন্ধুত্বের একটি প্রমাণ। অনুষ্ঠানটি চীন ও বাংলা দেশের মধ্যে বন্ধুত্ব ও ঐক্য উদযাপনের একটি দৃঢ় দৃষ্টান্ত হয়ে থাকবে। 

অনুষ্ঠান শেষ পর্বে ইসলামিক আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ডক্টর নাহভি আজহারী। ইফতার পর্ব শেষে বাংলাদেশ অ্যাসোসিয়েশান অব হংকং, বাংলাদেশ আওয়ামীলীগ হংকং, বিএনপি হংকং এর নেতৃবৃন্দ, ইন্ডিয়ান ক্লাব, পাকিস্তান ক্লাব, নেপাল ফেডারেশন, রোটারি ক্লাবসহ বিভন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ এবং বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশান হংকং-এর  উল্লেখযোগ্য সদস্যসহ প্রায় ১৫০ জন আমন্ত্রিত অতিথি একসাথে রাতের খাবার গ্রহণ করেন।

উল্লেখ্য যে,  সিবিএফসি, একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা যার লক্ষ্য চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে সক্রিয়ভাবে জড়িত।  ইফতার মাহফিল ও এই ধরনের মিলন মেলা  চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে এবং সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য CBFC গৃহীত অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি।