ঢাকা প্রতিনিধি: প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৫৫ পিএম
চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (সিবিএফসি)-এর উদ্যোগে স্থানীয় সময় ১৭ এপ্রিল, ২০২৩ সোমবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী প্লাটিনাম ক্লাবে সদস্যদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিবিএফসি-এর সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব শরিফুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিবিএফসি-এর ভাইস প্রেসিডেন্ট জনাব কামরুল হাসান, সিবিএফসি-এর সাংগঠনিক সম্পাদক জনাব ডাঃ এস. এম. এফ মুনিম, ফেলোশিপ ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক মামুন, আজীবন সদস্য মিস সৈয়দা সাইকা রোজী, সাধারণ সদস্য মো. আলমগীর কবির ও মারিয়া হোসাইন, জনাব এম. জি শামস খান সহ সম্পাদক, সমাজকল্যাণ ও মানবাধিকার, মিস তাহরিমা ইসলাম সহ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার (CBFC) এর সাধারণ সম্পাদক, ড. ফখরুল ইসলাম বাবু অনলাইনে ইফতার মাহফিলে যোগদান করেন এবং ইভেন্টে তিনি শুভকামনা প্রকাশ করে বলেন, "আমাদের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই ইফতার মাহফিল আয়োজন করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। চীন ও বাংলাদেশের মধ্যে মজবুত বন্ধুত্বের বন্ধন গড়ে তুলতে এবং সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করতে আমরা বিশ্বাস করি এই ধরনের উদ্যোগ শুধু পারস্পরিক বোঝাপড়া নয় বরং উভয় দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে।"
সিবিএফসি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল চীন ও বাংলাদেশের মধ্যে দৃঢ় ও গভীর বন্ধুত্বের একটি প্রমাণ। অনুষ্ঠানটি চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও ঐক্য উদযাপনের একটি দৃঢ় দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য যে, সিবিএফসি, একটি অলাভজনক এবং অরাজনৈতিক সংস্থা যার লক্ষ্য চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে সক্রিয়ভাবে জড়িত। ইফতার মাহফিল চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে এবং সাংস্কৃতিক আদান প্রদানের জন্য CBFC গৃহীত অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি।