NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাংলাদেশ ও ভারত বংশদ্ভুত কন্ঠতারকাদের নিয়ে লস এন্জেলেস শহর সংলগ্ন আপল্যান্ড শহরে জমজমাট ঘরোয়া সঙ্গীতসন্ধ্যা


সাইফুর রহমান ওসমানী জিতু প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ১১:০৫ পিএম

বাংলাদেশ ও ভারত বংশদ্ভুত কন্ঠতারকাদের নিয়ে লস এন্জেলেস শহর সংলগ্ন আপল্যান্ড শহরে জমজমাট ঘরোয়া সঙ্গীতসন্ধ্যা

 

 

সাইফুর রহমান ওসমানী জিতু: গেলো বছরের ১০ই সেপ্টেম্বর, ২০২২ ক্যালিফোর্নিয়ার আপল্যান্ড শহরের ফয়সল আজিজ মিলনের বাসগৃহে শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য এক মনোজ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সময়ের ব্যস্ততার কারনে এ অনুষ্ঠানের ধারণ করা সমপূর্ন সঙ্গীতানুষ্ঠানের ভিডিও প্রকাশ করতে একটি দেরী হয়ে গেলো।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী কন্ঠশিল্পীদের মধ্যে ছিলেন, বাংলাদেশ থেকে দীনাত জাহান মুন্নী, আলী মাহমুদ, নিউ ইয়র্ক থেকে এসেছিলেন মেহরুন আহমেদ। এছাড়াও, কানাডার টরোন্টো শহর থেকে সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন, ভারতের বংশদ্ভুত কানাডিয়ান নাগরিক জনপ্রিয় Rapper ও প্রযোজক ‘টেশার’।

বাদযন্ত্র শিল্পীদের মধ্যে নিউ ইয়র্ক থেকে এসেছিলেন রিপন মিয়া ( কীবোর্ড ) ও মাইকেল পেরিস ( অক্টোপ্যাড ) এবং ক্যালিফোর্নিয়ার আর্কেডিয়া শহর থেকে তবলায় অংশ নেন দেবাশীষ ধর। অনুষ্ঠান সন্চালনার দায়িত্বে ছিলেন ২জন যার মধ্যে ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রে খল-নায়ক নামে পরিচিত প্রখ্যাত অভিনেতা আহমেদ শরীফ ও আমি।

অনুষ্ঠানটি বেশ কয়েকটি ক্যামেরা দিয়ে ধারন এবং ভিডিও এডিটের মাধ্যমে প্রায় তিন ঘন্টার ভিডিওটি সম্পূর্ন করা হয়। hdbangla.com-র তত্বাবধানে সহযোগী হিসাবে ভিডিও রেকর্ড ও সম্পাদনায় ছিলো সাঈদ মোবারক এবং তার অডিও-ভিডিও ‘One Stop Event Creations ( OSEC) প্রতিষ্ঠানটি।

মিলন তার বাসভবনে বাংলাদেশের প্রখ্যাত শিল্পীদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠান করার আগ্রহ প্রকাশ করেছিলো বেশকিছু সময় ধরে। কোভিড মহামারীর কারণে অনুষ্ঠানটি আয়োজনে বাধাগ্রস্হ হয়। যাহোক, অবশেষে চূড়ান্ত আয়োজনের কাজটি সম্পন্ন হয়। কন্ঠশিল্পী, বাদ্য যন্ত্রশিল্পীদের বাছাই পরিকল্পনা, নির্মান ও পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিলো আমাকে।

এই প্রথম মাল্টি ক্যামরার মাধ্যমে অনুষ্ঠান ধারন, সম্পাদনার করার এক নতুন অভিজ্ঞতা অর্জনের সূযোগ হলো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ এক দারুন নতুন অভিজ্ঞতা! অনেক কিছু এখনো শেখার বাকী। প্রথম প্রকল্প হিসাবে ভূল-ত্রুটি হওয়া স্বাভাবিক এবং আগামীতে মাল্টি ক্যমেরায় ভিডিও ধারণ, লাইভ স্ট্রিমিং এ ধরনের প্রকল্পের সাথে কাজ করার ইচ্ছা রয়েছে।

অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন ৯০’র দশকে হলিউডে চিত্রায়িত বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহসিন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘লাভ ইন আমেরিকা’ ছায়াছবির প্রযোজক ও চিত্রনায়ক ফয়সল আজিজ মিলন। এ ছবিতে অন্যান্য চলচ্চিত্র শিল্পীদের মধ্য ছিলেন, শবনম, বুলবুল আহমেদ, আহমেদ শরীফ, টেলি সামাদসহ আরো অনেকে। তার নিজ বাসভবনে শুধু তাঁর নিমন্ত্রিত অতিথিদের জন্য এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানটি মধ্যরাত অবধি আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন।