NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিশ্ব উন্নয়নের ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করতে হবে:বোয়াও এশিয়া ফোরামে লি ছিয়াং


ছাই উইয়ে ,বেইজিং প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:২৯ পিএম

বিশ্ব উন্নয়নের ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করতে হবে:বোয়াও এশিয়া ফোরামে লি ছিয়াং

 


চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং ৩০ মার্চ সকালে হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন। 
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পেরেজ-কাস্তেজন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিম, আইভোরি কোস্টের প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি জেরোম, ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা-পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলের বিভিন্ন মহলের দেড় সহস্রাধিক প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

লি ছিয়াং তাঁর ভাষণে বলেন, বর্তমান বিশ্ব অস্থিতিশীলতা ও অনিশ্চয়তায় পূর্ণ। ১০ বছর আগে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো মানবজাতির অভিন্ন কল্যাণের কমিউনিটির ধারণা দিয়েছিলেন। এই ধারণা বিশ্বে দীর্ঘস্থায়ী শান্তি ও সাধারণ সমৃদ্ধি প্রচারের নিয়ন্ত্রকশক্তি হয়ে উঠছে। 
লি ছিয়াং বলেন, এশিয়ার অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে হবে। বিশ্বের শান্তি রক্ষা, উন্নয়নের চালিকাশক্তি উন্নত, সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। বিশ্বের শান্তি ও উন্নয়নে আরও বেশি নিশ্চয়তা সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, অনিশ্চিত বিশ্বে চীনের নিশ্চয়তা হলো বিশ্বের শান্তি ও উন্নয়ন রক্ষার প্রধান অবলম্বন। চীনের উন্নয়নের লক্ষ্য ও ভবিষ্যত নিশ্চিত। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ও প্রবণতা শক্তিশালী। বিশ্ব অর্থনীতির উন্নয়নে আরও বেশি অবদান রাখার ক্ষমতা চীনের আছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।