NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

কবিতা কেন লিখি - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ পিএম

কবিতা কেন লিখি  - জাকিয়া রহমান

 

 

 

কবিতা কেন লিখি

- জাকিয়া রহমান  

 

কবিতা কেন লিখি? 

তার জবাব আমার জানা নেই। 

শুধু জানি অহর্নিশি,

ভাবনার সাগরে খুঁজে পাই খেই।  

আমার মনের আবেগের

কথা পঙক্তি মালায় হয়ে রচিত- 

ভরায় আকুল উন্মুখ হৃদয়ে,  

তৃপ্তি ছোঁয়া আমি যবে পিপাসিত।  

 

কবিতা নিয়ে আসে মনে,

এক বঙ্কিম সুরধারা মগ্ন নির্ঝরে।  

সূর্য ছটায় দীপ্ত জলকণার

সঙ্গীতের মতো, পরে ঝরে অঝোরে।   

বর্ণের পর বর্ণমালায় গাঁথে,

আমার মানসে প্রণীত ভাব নির্যাস। 

কখনওবা ভারাক্রান্ত অশ্রু 

গড়ায় পরে, বিষাদে ছায়ার আভাস।

কবিতার নরম কপোলে দুখে, 

তখন হয়তো জাগে বিদ্রোহী দ্বন্দ্ব। 

তখন যেন ঝরে রক্ত কলমে- 

সব অনাসৃষ্টি মুছে দিতে জাগে ছন্দ।     

 

সে কলমেই ধরা দেয় সুখে,

প্রেমের গীতমালা অক্ষরের জাদুতে।  

ঝরে ভালোবাসা দিবারাত,

কবিতাই যেন আনে সুখ দুনিয়াতে। 

তেমন জাগায় প্রকৃতির মায়া, 

সবুজের পিয়াসায় বর্ণে রচিত শরাব।  

আকাশ, মেঘ, নদি, জলধি-

একাকার কবিতায়, যেন জীবন্ত খোয়াব।    

 আজ ‘আন্তর্জাতিক কবিতা দিবস' উপলক্ষ্যে লেখা ২১শে মার্চ ২০২৩