খবর প্রকাশিত: ০৩ মে, ২০২৫, ০৭:৫৮ এএম
রক্তিম সূর্যের প্রতিশ্রুতি
---জাকিয়া রহমান
একদিন আমি দিয়েছিলাম ডুব হতাশার সাগরে!
মনে ছিল ভীতি, আমি কি সর্বহারা-
নাকি রয়েছে আমার সম্মুখে, সেই লাল সূর্য পতাকা?
আমার ভবিতব্যে হবে কি উড্ডীন সে পতাকা-
সবুজ শাড়ি মায়ের বুকে?
কত দিন রাত অন্ধকারে হতাশায় সাঁতরে সাঁতরে,
নিদ্রাহীন এক স্যাঁতসেঁতে অচেনা আশ্রয়ে কাতরে-
আমি দেখেছি কত নিকষ কাল রাত।
সেদিন আকাশ ছিল বড় একাকী,
আর একাকী ছিল আমার অশান্ত মন,
ভাবনার তোলপাড় ঝড়ের আঘাত।
আধা ভাঙ্গা ঝুলে থাকা শাখার মত!
শঙ্কা বাকরুদ্ধ করে বলে, এ আঁধার বুঝি আর ঘুচবেনা-
আমি এক হতাশার সুড়ঙ্গে হব সমাহিত।
প্রভাতের আভাস ইশারা দিল তখন, তুমি নও অনাহূত,
আসবে রবি আবারো- নিয়ে আসবে আলো।
উজ্জ্বল চোখ ধাঁধান আলো!
দিগন্ত জুড়ে সহসা দেখি শুভ্র আভা,
অপূর্ব রক্তিম সূর্য নিয়ে আসছে সে প্রভা-
সেই রং আশ্চর্য শক্তিমান!
সম্মুখে আমার, সূর্য মাথা তুলে গর্বে-
যেন দিলো এই অবিশ্বাস্য আশ্বাস সরবে,
জেগে ওঠো! জেগে ওঠো!
হতাশার এই কাল কুহেলী কাটবে দেখ,
তুমি জেগে ওঠো! মাথা তুলে আমার মত জেনে রেখ-
পথের সামনে তোমার আছে অনেক আলো অবারিত!
সবুজের মাঠের ‘পর আমি দাঁড়াব স্বগর্বে আনব জাগ্রিতি,
সেই রক্তিম সূর্য আমি তোমাকে দিলাম প্রতিশ্রুতি।