NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়ায় আনন্দ টিভি’র ৫ম বর্ষপূর্তি উদযাপন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৩০ পিএম

বগুড়ায় আনন্দ টিভি’র ৫ম বর্ষপূর্তি উদযাপন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হলো দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন ‘আনন্দ টিভি’র পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান। শনিবার (১১ মার্চ) বেলা ১১ টায় আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ’ র আয়োজনে, শেরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা   চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্বাস উল্লাহ শিকদারের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা উপস্থিত ছিলেন বগুড়া- ৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রায়হান পিএএ, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো, শেরপুর  উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, প্রথম আলো প্রতিনিধি সবুজ চৌধুরী, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, আমাদের সময় প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা আনন্দ টিভি’র ৫ বছরের কর্মকান্ড নিয়ে ভূয়সী প্রশংসা ও ভবিষ্যতে উজ্জল সাফল্য কামনা করেন।