NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

৭ই মার্চ এলো সেই  - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১২:১০ এএম

৭ই মার্চ এলো সেই   - জাকিয়া রহমান

 

৭ই মার্চ এলো সেই 

- জাকিয়া রহমান 

 

আবার মার্চের সাত এলো সেই- 

আগুন যখন জ্বলবে জ্বলবেই! 

উদ্ধত লেলিহান শিখা রক্ত বর্ণ,

সবে বুঝি মেলছে ফিনিক্স পর্ণ।  

 

কর্ণ কুহরে রণিত হয় আজও-

সে উদ্দীপ্ত ধ্বনি- অসহায় মানসেও       

জাগায় ঠাহর, দশের ভালোবাসা।  

জাগায় প্রাণে হিমাদ্রি জয়ের আশা,  

নতুন প্রতিজ্ঞা!    

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি…’ 

এমনই ছিল এক, সেই আহ্বানের জাদুগরি!   

জাগাত যেন মমতার জলধি বুকের মধ্যে।  

বাধা উতরাবেই, ঠেকানো, আছে কারো সাধ্যে?    

 

ছিল শুধু খন্তা কুড়াল - 

তবু নাচলো টগবগে খুন যদিও পথ বন্ধুর- 

শক্তির সঞ্চয়ের জাগ্রিতি দিল উথাল সুর,    

‘উষার দুয়ারে হানি আঘাত

আমরা আনিব রাঙা প্রভাত

আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল...’ –

নির্যাতিতরা সংকল্পে অটল- চল! চল! চল!