NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo
কেন্দ্রীয় সদস্য হলেন গিয়াস আহমেদ, জিল্লুর রহমান ও মিল্টন ভূইয়া

অবশেষে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি আলোর মুখ দেখতে যাচ্ছে


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:১১ এএম

অবশেষে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি আলোর মুখ দেখতে যাচ্ছে



নিউইয়র্ক (ইউএনএ): অবশেষে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি আলোর
মুখ দেখতে যাচ্ছে। দীর্ঘ প্রায় এক যুগ ধরে কমিটি বিহীন দলীয়
নেতা-কর্মীদের দ্বিধা-বিভক্তি দূর করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে
প্রবাসে দলকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা
গেছে। সেই লক্ষ্যে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান
যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ স্থানীয় ৬জন নেতার সাথে বুধবার (১ মার্চ)
বৈঠক করেছন। এরা হলেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র
সহসভাপতি ও সাবেক কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গিয়াস
আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
কমিটির আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম আহবায়ক ও
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মিজানুর
রহমান ভূইয়া (মিল্টন ভুইঁয়া), যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের
সভাপতি আলহাজ্ব বাবর উদ্দীন, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম
ভূইঁয়া ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম সদস্য
সচিব মোশাররফ হোসেন সবুজ। দলীয় চেয়ারপার্সনের গ্রীন
সিগন্যাল পেয়েই এই ৬ নেতা লন্ডন যান। 
দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে দলীয়
চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠন
নিয়ে ঐ ৬ নেতার বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে তারেক রহমান
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন এবং সময়মতই
যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠন করা হবে বলে আস্বস্থ করেছেন।
এদিকে দলীয় চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক
সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক
জিল্লর রহমান জিল্লু ও সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূইয়া

(মিল্টন ভূইয়া)-কে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য
মনোনীত করেছেন বলে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ও
সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত পৃথক
পৃথক দলীয় পত্রে জানানো হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
গত ২ মার্চ বৃহস্পতিবার তাদের মনোনয়ন চুড়ান্ত করেন বলে জানা
গেছে। স্মারক নং: বিএনপি/সাধারণ/৭৭/১০/২০২৩ তারিখ: ০২ মার্চ
২০২৩, বিএনপি/সাধারণ/৭৭/১১/২০২৩ তারিখ: ০২ মার্চ ২০২৩ এবং
বিএনপি/সাধারণ/৭৭/১২/২০২৩ তারিখ: ০২ মার্চ ২০২৩.
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও
মিজানুর রহমান ভূইয়া-কে প্রদত্ত অভিন্ন এই পত্রে বলা হয়েছে: ‘জনাব,
শুভেচ্ছা রইল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সম্মানিত
চেয়ারম্যান জনাব তারেক রহমান গঠনতন্ত্রে প্রাপ্ত ক্ষমতাবলে আপনাকে
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করেছেন।
তিনি আশা করেন যে, দলের নীতি, আদর্শ ও কর্মসূচী বাস্তবায়নের জন্য
সর্বশক্তি নিয়োগ করে আপনি দলের সমর্থন, জনপ্রিয়তা ও শক্তি
বৃদ্ধিতে যথাসাধ্য অবদান রাখবেন।’