NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ক্রীড়া ও সাংস্কৃতিক  পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং নবীন - প্রবীণ প্রীতি ম‍্যাচ ফুটবল টুর্নামেন্ট -২০২৩


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ পিএম

ক্রীড়া ও সাংস্কৃতিক  পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং নবীন - প্রবীণ প্রীতি ম‍্যাচ ফুটবল টুর্নামেন্ট -২০২৩

এম আব্দুর রাজ্জাক, ছাতিয়ানগ্রাম, বগুড়া থেকে :

বেডো সমৃদ্ধি কর্মসূচি এবং জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে " ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং নবীন - প্রবীণ প্রীতি ফুটবল টুর্নামেন্ট -২০২৩, ছাতিনগ্রাম উচ্চ বিদ‍্যালয়ে অনুষ্টিতব‍্য হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা নির্বাহী  অফিসার জনাব টুকটুক তালুকদার বিশেষ  অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,  জনাব মোঃ আতোয়ার হোসেন, পরিচালক ( মাইক্রোফিন‍্যাস) বেডো, আলহাজ্ব  জালাল  উদ্দিন শেখ,  সভাপতি  ইউনিয়ন প্রবীণ কমিটি বেডো, ছাতিয়ানগ্রাম সহ প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউ পি সদস্য মহসিন  আলী, আনোয়ার হোসেন জীবন, মহিউদ্দিন তালুকদার, মহিলা সদস‍্যা নাজমা বেগম লবানী, সবিতা বেগম, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, মজিবর রহমান, সিরাজ আহমেদ, আলাউদ্দিন আলী,  সেকেন্দার আলী, নাহিদ হাসান, সোহেল রানা, আব্দুল খালেক সরকার ও আমেরিকার " নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক  এবং  বেডো কর্মসূচির কর্মকর্তা ও কর্মচারীগন।উক্ত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব  মোঃ আব্দুল হক (আবু), চেয়ারম্যান ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ এবং সহ- সভাপতি  বাংলাদেশ আওয়ামীলীগ আদমদিঘী উপজেলা শাখা। অনুষ্ঠানে  প্রধান অতিথি  এবং বিশেষ  অতিথি গন বক্তব্য রাখেন ও ফুটবল প্রীতি ম‍্যাচ এবং  বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও  সাংস্কৃতিক  অনুষ্ঠানের  আয়োজন করেন বেডো কর্মসূচি পল্লী কর্ম- ফাউন্ডেশন পি কে এস ফি। উপস্থিত দর্শকগন উক্ত  অনুষ্ঠান টি উপভোগ করেন।উক্ত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  এবং ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ মাননীয় চেয়ারম্যান জনাব, মোঃ আব্দুল হক (আবু)। উক্ত  অনুষ্ঠানে  প্রধান অতিথি  এবং বিশেষ  অতিথি গন বক্তব্য রাখেন ও ফুটবল প্রীতি ম‍্যাচ এবং  বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও  সাংস্কৃতিক  অনুষ্ঠানের  আয়োজন করেন বেডো  কর্মসূচি । আয়োজনে বেডো এবং  সহযোগিতায় পল্লী উন্নয়ন কর্ম সহায়ক ফাউন্ডেশন ( P.K.S.F)। উপস্থিত দর্শকগন উক্ত মনোমুগ্ধকর  অনুষ্ঠান টি উপভোগ করেন।