এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:১৬ পিএম
এম আব্দুর রাজ্জাক ছাতিয়ানগ্রাম, বগুড়া থেকে : বগুড়া জেলার আদমদিঘী উপজেলা ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নে, ২৭ শে ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২ টায় ছাতিয়ানগ্রাম দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে আদমদিঘী উপজেলা শিশু কিশোর ক্রিড়া ভলিবল প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ-সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান জনাব আব্দুল হক আবু।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা জেলা ক্রীড়া কর্মকর্তা বগুড়া এবং সিরাজগন্জ, মোছাঃ লায়লা ইয়াসমিন চাইল্ড প্রোটেকশন কমিউনিটি মোবিলাইজার ইউনিসেফ, বগুড়া এবং সিরাজগন্জ ( চলতি দায়িত্বে ), মোঃ তৌফিক আজিজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আদমদিঘী বগুড়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইচাহক আলী প্রধান শিক্ষক ছাতিয়ানগ্রাম দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতিয়ানগ্রাম দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আমেরিকা থেকে প্রকাশিত 'নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার " বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক,
ছাতিয়ানগ্রাম দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক / শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী গন। অনুষ্ঠান টি সন্চলনায় করেন বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক মোঃ আব্দুল আলিম।এই ভলিবল ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে ভলিবল (শাপলা), মেয়ে এবং ভলিবল গোলাপ পুরুষ ইভেন্টে মোট ৪৮ জন অংশ নেন। এ অনুষ্ঠানে মাননীয় চেয়ারম্যান সাহেব সহ বিশেষ অতিথি বৃন্দ প্রতোক বিজয়ী সহ অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।