মোহাম্মদ আলী খান বাবুল প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:১৪ পিএম
মোহাম্মদ আলী খান বাবুল
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন গ্রামের সন্তান শেখ মোহাম্মদ ধনা। পেশায় একজন অটো গাড়ি চালক ও সখের বংশীবাদক। আগে সে সিএনজি চালাতো। বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে যাওয়াতে সিএনজি ছেড়ে অটো চালানো শুরু করেছে। কঠোর পরিশ্রমী ও নিয়মিত একজন মানুষ। চুড়াইন ইউনিয়ন পরিষদের সামনে অটো স্টান্ডে তাঁকে প্রতিদিনই দেখা যায় যাত্রীর অপেক্ষায়। যখন কাজের চাপ কমে যায় ও নিরিবিলি সময়ে তাকে দেখা যায় বাঁশী বাজাতে। খুব সুন্দর বাজায় সে। এটা তার শখ। হারানো দিনের গানের সুরই বেশি বজায় সে। তার এই বাঁশীর সুর শুনে অনেকে দাঁড়িয়ে পড়ে ক্ষনিকের জন্য। মুগ্ধ হয়ে শোনেন। কেউবা পথ চলতে চলতে তার সুরের সাথে হারিয়ে যায় হারানো দিনে।