NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আদমদীঘিতে এক ছাগলের ৫ বাচ্চা প্রসব


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১০:৪৬ পিএম

আদমদীঘিতে এক ছাগলের ৫ বাচ্চা প্রসব

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি উপজেলার এক গ্রামে এক ছাগলের একত্রে পাঁচ বাচ্চা হওয়ার ঘটনা ঘটেছে। আশ্চাযজনর্ক ঘটনাটি ঘটেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ইন্দইল চকসাবাজ গ্রামের মেহেদী গোট ফার্মে। 

ঘটনাটি এলাকায় রীতিমত সাড়া ফেলে দিয়েছে। খবর ছড়িয়ে পড়ার পর প্রতি দিন এলাকার বহু উৎসক জনতা বাচ্চাগুলো দেখার জন্য ওই খামারে ভীড় জমাচ্ছেন। খামারি মেহেদী হাসান জানান, গত রবিবার বিকালে তার ছাগলের খামারে একটি দেশী ক্রস জাতের ছাগলের এক সাথে পাঁচ বাচ্চা প্রসব করে। লোকমুখে খবরটি পেয়ে চার দিন ধরে তার খামারে ভীড় করছেন উৎসুক মানুষের দল, করছেন নানা প্রশ্ন। তিনি বর্তমানে ছাগলের সবগুলো বাচ্চা সুস্থ রয়েছে। তিনি নিজেই এসব ছাগলের চিকিৎসা ও সেবা দিচ্ছেন। তিনি আরো জানান, মায়ের দুধের ঘাটতি দেখা দিলে বাচ্চাগুলোকে ফার্মের অন্য ছাগলের দুধ ফিডারের মাধ্যমে খাওয়াতে হচ্ছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম জানান, খবরটি জানার পর থেকে ছাগলের বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এজন্য আমরা ওই খামারিকে পরামর্শ দিয়ে যাচ্ছি।এছাড়া  এবার আদমদিঘী উপজেলা প্রানী সম্পদ প্রর্দশনী মেলাতে তার খামারি ছাগল  ৫ টি বাচ্চাদের নিয়ে প্রদর্শনী করেন এবং সফল খামারি হিসেবে পুরস্কারপ্রাপ্ত হন।