এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:০৬ পিএম
এম আব্দুর রাজ্জাক, ( রাজশাহী সিটি) বগুড়া থেকে : বিশ্ব বেতার দিবস ( Radio and Peace) "বিশ্ব শান্তি বেতার "প্রতিবাদ্য নিয়ে রাজশাহী সিটিতে পালিত হলো বিশ্ব বেতার দিবস-২০২৩। ১৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় রাজশাহী ওমরপুর পালকিয় সেন্টারে অনুষ্টিত হয়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভিও এ ( VOA) ফ্যান ক্লাবের শ্রোতা বন্ধুদের কে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পরিচিতি ও শুভেচ্ছা মালার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিশ্ব বেতার দিবস আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রোতা বন্ধুগন। তার মধ্যে ছিলেন আই আর আই বি ফ্যান ক্লাবের সভাপতি জাকারিয়া যুবরাজ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক প্রতীক ওমর , আই আর আই বি মনিটর আবু তাহের টাঙ্গাইল, মোহাম্মদ আব্দুল্লাহ চুয়াডাঙ্গা, আব্দুল কুদ্দুস মাস্টার, মোস্তাফিজুর রহমান, সালাউদ্দিন ডলার, মহিলা শ্রোতা কামরুন নাহার শিলা, আব্দুস সামাদ, প্রফেসর আব্দুল্লাহ, মোখলেছুর রহমান, সব্দুল্লাহ, নুরুজ্জামান,বগুড়া শ্রোতা ও নিউইয়র্ক বাংলা ডটকম বগুড়ার সাংবাদিক আব্দুর রাজ্জাক সহ প্রমুখ শ্রোতা বন্ধুগন। উক্ত অনুষ্ঠানে উপস্থাপনা করেন রেডিও জ্রোতি, পরিচালক ফাদার সুনিল ড্যানিয়েল রোজারিও। তিনি বিশ্ব বেতার দিবসের তাৎপর্য তুলে ধরেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন, ফাদার বাবলু রোজারিও। এছাড়াও খোলা মেলা আলোচনায় অংশ নেন রাজশাহী শ্রোতা বন্ধু আশিক ইকবাল টোকন। আজ এ অনুষ্ঠানের মাঝে রেডিও জ্রোতি সম্পর্কে কিছু তুলে ধরা হয়।
এছাড়াও ভিও এ ( VOA) ফ্যান ক্লাবের আন্দোলনের পথিকৃৎ ও বিশিষ্ট সাংবাদিক মরহুম সৈয়দ আসাদুজ্জামান বাচ্চু এবং ভিওএ ফ্যান ক্লাবের সমন্বয়কারী মরহুম আব্দুল হাই খাঁন এর স্মৃতিচারণ উপর আলোচনা করেন শ্রোতা বন্ধুগন। আজ এ অনুষ্ঠানে সুদূর আমেরিকার " নিউইয়র্ক বাংলা ডটকমের সম্পাদক জনাব আকবর হায়দার কিরণ সাহেবের অডিও শুভেচ্ছা বার্তা রেকর্ডিং প্রচার করা হয়, তিনি মরহুম আসাদুজ্জামান বাচ্চু ভাইএবং ভিওএ ফ্যান ক্লাবের সমন্বয়কারী মরহুম আব্দুল হাই ভাইয়ের উপর স্মৃতিচারণ করেন এবং গভীর ভাবে তাদের আত্মার চীর শান্তি কামনা করেন। তারা ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাবের জন্য অনেক কিছু করে গেছেন, এছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার আপার ভিডিও বার্তা বিশ্ব বেতার দিবসের উপর শুভেচ্ছা স্বরুপ বক্তব্য প্রচার করা হয়। শ্রোতা বন্ধুগন মনোযোগ সহকারে শ্রবন করেন। এ বিষয়ে সার্বিক ভাবে সহযোগিতা করেন মোহাম্মদ আব্দুল্লাহ ও প্রতিক ওমর। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ ও রেডিও ভেরিতাস এশিয়ার সাবেক চেয়ারম্যান ফাদার জেভিয়ার্স রোজারিও। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে সুন্দর বক্তব্য মালা প্রদান করেন।
বিশ্ব বেতার দিবসে অংশ গ্রহণ করার জন্য। তিনি রেডিও জ্রোতি এবং মরহুম সাংবাদিক সৈয়দ আসাদুজ্জামান বাচ্চু ও মরহুম আব্দুল হাই খানের উপর ভিওএ স্মৃতিচারণ করেন এবং তাদের অবদানের কথা স্বরন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতার মাঝে বাংলাদেশ আই আর আই বি সভাপতি জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ সবার মাঝে সুন্দর (IRIB) লেগো বিশিষ্ট দেওয়াল ঘড়ি এবং ভয়েস অব আমেরিকার উপহার স্বরপ কালেন্ডার-২০২৩ ইং বিতরণ করা হয়। আজ এ অনুষ্ঠান শেষে শ্রোতাদের জন্য দুপুরের আপ্যায়নের ব্যব্স্হা করা হয়। শ্রোতা বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ এবং রাজশাহী সিটি ডি-এক্সার শ্রোতা বন্ধুদের সার্বিক সহযোগিতায় বিশ্ব বেতার দিবস-২০২৩ সুন্দর ভাবে অনুষ্ঠান শেষ হয়।