NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:৩২ পিএম

বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :  শনিবার বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রথমে বেলুন উড়িয়ে আনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি (জেলা প্রশাসক) প্রধান অতিথির বক্তব্য রাখেন। শেষে বিজয়ীদের মাঝে তিনি (জেলা প্রশাসক) সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বিয়াম ফাউন্ডেশনের বগুড়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুর রফিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নিলুফা ইয়াছমিন, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হজরত আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছাদুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও বিশরুপ রায়।