NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

কাল্লাগাড়ি ইসলামিয়া দাঃ ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিরাট তাফসিরুল কুরআন মাহফিল


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৫৯ পিএম

কাল্লাগাড়ি ইসলামিয়া দাঃ ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিরাট তাফসিরুল কুরআন মাহফিল

এম আব্দুর রাজ্জাক,কাল্লাগাড়ি, বগুড়া থেকে :
কাল্লাগাড়ি ইসলামিয়া দাঃ ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে ৬ তম বিরাট তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত।

বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাল্লাগাড়ি ইসলামিয়া দাঃ ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে তাফসিরুল কুরআন মাহফিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারী-২০২৩ খ্রি. বৃহস্পতিবার বাদ আসর হতে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাল্লাগাড়ি ইসলামিয়া দাঃ ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কল্পে ও মাদ্রাসা কমিটির আয়োজিত ৬ তম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলে আলহাজ্ব মো. আফজাল হোসেন মন্ডলের ( কাল্লাগাড়ি) সভাপতিত্বে,
প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান আন্তর্জাতিক খ‍্যাতি সম্পূর্ণ মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মোঃ গোলাম রব্বানী যুক্তিবাদী (গাইবান্দা),
২য় বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন বিশিষ্ট আলেমদ্বীন মুফাচ্ছিরে কোরআন হাফেজ হযরত মাওলানা হারুনুর রশিদ বাদশাহ ( নন্দীগ্রাম, বগুড়া )।

উক্ত ওয়াজ মাহফিলে আরও ওলামায়ে কেরামগন কুরআন ও হাদীসের আলো থেকে মূল্যবান হাদীস পেশ করেন।

কাল্লাগাড়ি ইসলামিয়া দাঃ ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উন্নয়ন কল্পে আয়োজিত ৬ তম বার্ষিকী তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হক (আবু) চেয়ারম্যান, ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখা, বগুড়া।

এ ছাড়া কাল্লাগাড়ি তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মনি জুলফিকার সদস্য, ১নং ছাতিয়ানগ্রাম ইউ পি, বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজ উদ্দিন মন্ডল, মোঃ আশরাফুল ইসলাম ( আশরাফ ), মোঃ ইয়ারফ আলী এবং স্হানীয় সাংবাদিক এম আব্দুর রাজ্জাক ( নিমাইদিঘী) সহ কাল্লাগাড়ি গ্রামের সকল হাজী সাহেবগন এবং কাল্লাগাড়ি সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রান মুসল্লীগন।

উক্ত তাফসীরুল কোরআন মাহফিল সভা পরিচালনা করেন মাওঃ মোহাম্মদ মহসিন আলী, শিক্ষক বি পি উচ্চ বিদ‍্যালয়, সান্তাহার।

এতে আরও অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো কাল্লাগাড়ি ইসলামিয়া দাঃ ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির উদ্যাগে আয়োজনে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল।