NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

মাদার তেরেসা মেমোরিয়াল আ্যওয়ার্ড পেলেন সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক বিপ্লব


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০১:৩৯ এএম

মাদার তেরেসা মেমোরিয়াল আ্যওয়ার্ড পেলেন সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক বিপ্লব

মাদার তেরেসা মেমোরিয়াল আ্যওয়ার্ড পেলেন সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক বিপ্লব সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক খোন্দকার এরফান আলী বিপ্লব সাংবাদিকতায় মাদার তেরেসা মেমোরিয়াল আ্যওয়ার্ড- ২০২২ এ ভূষিত হয়েছেন।মাদার তেরেসা রিসার্চ সেন্টার এর উদ্যোগে ১৩ জানুয়ারি বিকেলে ঢাকার তোপখানাস্থ শিশু কল‍্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত জাকজমকপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি'র সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ তাঁকে এই সম্মাননা আ্যওয়ার্ড প্রদান করেন।

মাদার তেরেসা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সাংবাদিক বিপ্লব এর পূর্বে জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের একজন গবেষণা ফেলো। উল্লেখ্য যে,বিপ্লব মাগুরা জেলার শ্রীপুর থানার খামারপাড়া গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা খোন্দকার এ, কে, এম আকরাম আলী'র পুত্র।