চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিয়ে ফেং বলেছেন, চীন-মার্কিন সহযোগিতা দু’দেশ তথা গোটা বিশ্বের জন্য কল্যাণকর; আর চীন-মার্কিন বিরোধ গোটা বিশ্বের জন্যই ক্ষতিকর। তিনি ১৬ জানুয়ারি  এক আন্তর্জাতিক ফোরামে এই মন্তব্য করেন।


তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে বিশ্বের বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করার দায় দু’দেশেরই। এতে দু’দেশের অভিন্ন স্বার্থও রয়েছে। 

সিয়ে ফেং বলেন, ২০২১ সাল থেকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছয় দফা বৈঠক বা ফোনালাপ হয়েছে। দু’দেশের উচিত সার্বিকভাবে দুই নেতার যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা। বস্তুত, পারস্পরিক সম্মান হলো চীন-মার্কিন বিনিময়ের পূর্বশর্ত। দু’দেশের উচিত পরস্পরের সামাজিক ব্যবস্থা ও উন্নয়নপথের পার্থক্যকে স্বীকার করে নেওয়া। 

তিনি বলেন, দু’দেশের উচিত শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে অবিচল থাকা। কারণ, বৈরিতা দু’দেশ ও বিশ্বের জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষের কল্যাণ নিশ্চিত করা। বিভিন্ন খাতে চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ আছে। দু’দেশের উচিত পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ করা এবং সহযোগিতার সময় পরস্পরের স্বার্থকে আমলে নেওয়া। 

সিয়ে ফেং বলেন, চীনের ব্যবস্থাকে পরিবর্তনের চেষ্টা না-করার, নতুন করে স্বায়ুযুদ্ধ শুরু না-করার, এক-চীননীতিতে অবিচল থাকার, চীনের উন্নয়নের পথে বাধা সৃষ্টি না-করার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র বার বার দিয়ে এসেছে। চীন আশা করে, মার্কিন সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। 
সূত্র: শুয়েই, চায়না মিডিয়া গ্রুপ