২৫ ডিসেম্বর চায়না মিডিয়া গ্রুপ এবং হাইনান প্রাদেশিক গণ-সরকারের যৌথ উদ্যোগে ‘চতুর্থ হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ প্রদেশটির সানইয়া শহরে শেষ হয়েছে।

এই বছরের চলচ্চিত্র উৎসবের‘গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডে’ বিশ্বের ১১৬টি দেশ এবং অঞ্চল থেকে মোট ৩৭৬১টি চলচ্চিত্র স্থান পেয়েছে।যার মধ্যে বিদেশি চলচ্চিত্র ৮০শতাংশেরও বেশি। অনলাইন ও অফলাইন পদ্ধতিতে এ বছরের ‘গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডস’ এর বিচারক হিসেবে দেশ-বিদেশের ১৩জন চলচ্চিত্র শিল্পীর সমন্বয়ে গঠিত জুরিবোর্ড অংশ নিয়েছেন। চায়না মিডিয়া গ্রুপের প্রযোজনা, সিএমজি’র ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডকুমেন্টারি সেন্টারের চিত্রায়িত তিনটি চলচ্চিত্রও এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।

‘ফ্লাইং ওভার দ্য স্কাই’ চলচ্চিত্রের পরিচালক চুই য়িরান বলেন, গত বছর আমরা চায়না মিডিয়া গ্রুপের সমর্থনে, দু’টি ৮কে স্পেস আল্ট্রা-হাই-ডেফিনিশন ক্যামেরা ব্যবহার করেছি এবং সেগুলোকে থিয়েনচৌ-৩কার্গো মহাকাশযানের মাধ্যমে চীনা মহাকাশ স্টেশনে পাঠিয়েছি। শেনচৌ-১৩ এর ক্রু এবং পরবর্তী ক্রুরা চিত্রগ্রহণ করবে।

আলট্রা-হাই-ডেফিনিশন ক্যামেরা দিয়ে কেবিনের ভিতরে ও বাইরে এবং আরও দূরে শুটিং করা হবে। যা সিএমজি’র শিল্প, প্রযুক্তিকে আরও এগিয়ে নেওয়ার নিরন্তর সাধনা প্রতিফলিত করে। সূত্র: জিনিয়া, সিএমজি।