চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২১ ডিসেম্বর বেইজিং সফররত রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকে সি চিন পিং মেদভেদেভের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রেসিডেন্ট সি বলেন,চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসে সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুত্থানের কেন্দ্রীয় কর্তব্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, চীনে রয়েছে বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের পথে সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়ার আস্থা। এটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য আরও সুযোগ সৃষ্টি করবে। সিপিসি ও ইউনাইটেড রাশিয়ার মধ্যে দীর্ঘকাল ধরে আদান-প্রদান চলে আসছে, যা চীন-রাশিয়া রাজনৈতিক আস্থা জোরদার এবং দু’দেশের কল্যাণ বেগবানে বিশেষ প্ল্যাটফর্ম প্রদান করেছে।
সি চিন পিং আরও বলেন, বর্তমানে দু’দলের আদান-প্রদান তৃতীয় দশকে প্রবেশ করেছে। আগামিতে দু’দল রাষ্ট্র পরিচালনায় উন্নয়নকৌশল সংযুক্ত করার পাশপাশি দলীয়, আন্তর্জাতিক ও বহু পক্ষীয় সহযোগিতা জোরদার করবে,যাতে চীন ও রাশিয়ার সার্বিক কৌশলগত সমন্বিত সম্পর্কেআরও অবদান রাখা যায়।
রুশ নেতা মেদভেদেভ প্রেসিডেন্ট সি’র কাছে প্রেসিডেন্ট পুতিনের বার্তা হস্তান্তর করেন। সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হওয়ায় সি চিন পিংকে অভিনন্দন জানান মেদভেদেভ।
মেদভেদেভ বলেন,সিপিসি’র নেতৃত্বে চীনের অর্জিত ব্যাপক সাফল্যে শুধু ১৪০ কোটি চীনা জনগণ উপকৃত হয়েছে-তা নয়, বরং তা সারা বিশ্বের জন্যও তাত্পর্যপূর্ণ।
তিনি বলেন, সিপিসি’র সঙ্গে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং আর্থ-বাণিজিক,জ্বালানি ও কৃষিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায়ইউনাইটেড রাশিয়া। সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।