‘থিয়ানকুং ক্লাস’-এর তৃতীয় পাঠ বেইজিং সময় ১২ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে। চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকল্প কার্যালয় ১১ সেপ্টেম্বর এ তথ্য জানায়।
কার্যালয় জানায়, শেনচৌ-১৪ মিশনের নভোচারী ছেন তুং, লিউ ইয়াং ও ছাই স্যু চে পৃথিবীর কিশোর-কিশোরীদের জন্য মহাকাশ থেকে বিশেষ ক্লাস নেবেন। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বিশ্বব্যাপী এই ক্লাস সরাসরি সম্প্রচারণ করবে।
এবার তিন মহাকাশচারী চীনা মহাকাশ কেন্দ্রের ওয়েনথিয়ান মহাকাশ- গবেষণাগারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেবেন। এর আগে ‘থিয়ানকুং ক্লাস’-এর দুইটি পাঠ সফলভাবে পরিচালনা করেন চীনের নভোচারীরা। সূত্র: সিএমজি।
ছাই ইউয়ে