১লা এপ্রিল  চীন ও ভারতের  মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও একে অপরের সাফল্যের অংশীদার হওয়া, চীন ও ভারতের জনগণের মৌলিক স্বার্থের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। 

মুখপাত্র বলেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মু এবং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন-বার্তা বিনিময় করেছেন। 
মুখপাত্র কুও বলেন, চীন ও ভারত প্রাচীন সভ্যতার দেশ, দুটি বড় উন্নয়নশীল দেশ, এবং ‘গ্লোবাল সাউথ’-এর গুরুত্বপূর্ণ সদস্য। দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের গুরুত্বপূর্ণ সময়পর্বে এসে দাঁড়িয়েছে। 

তিনি আরও বলেন, “ভারতের সাথে যৌথ প্রচেষ্টা চালিয়ে ও দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের কৌশলগত নির্দেশনায়, দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখতে ও পরিচালনা করতে চীন ইচ্ছুক। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর সুযোগ কাজে লাগিয়ে, দু’পক্ষের কৌশলগত পারস্পরিক আস্থা বাড়াতে হবে, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে হবে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় গভীরতর করতে হবে, যৌথভাবে চীন-ভারত সীমান্ত এলাকার শান্তি রক্ষা করতে হবে, এবং চীন-ভারত সম্পর্ককে সুষ্ঠু ও স্থিতিশীল পথে এগিয়ে নিতে হবে।” 


সূত্র : ওয়াং হাইমান-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।