ইন্টারকালচারাল পারফর্মিং আর্টস এন্ড হেরিটেজ (আইপা) এবং ডি.সি.আই এর উদ্যোগে ২২ফেব্রুয়ারি, ফ্লোরিডার ট্যাম্পাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো একুশের শ্রদ্ধাঞ্জলি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে বর্ণমালার রঙে রাঙ্গানো বর্ণাঢ্য এ আয়োজন। অনুষ্ঠানে আইপার শিল্পী সহ নানান দেশের বিভিন্ন ভাষাভাষী শিল্পীরা অংশগ্রহণ করেন। একুশে ফেব্রুয়ারি গানটি সাত ভাষায় পরিবেশন করা হয়। মুহাম্মদ নাসির উদ্দিন ও নাফিসা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ইন্টারকালচারাল পারফর্মিং আর্টস এন্ড হেরিটেজ সহ বিভিন্ন সংগঠন এবং উপস্থিত দর্শক অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরে নাফিসা উদ্দিনের তত্ত্বাবধানে শিল্পী প্রতুল মুখোপাধ্যায় এর স্মৃতিচারণ এবং তাঁর সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের প্রথমাংশে গান, কবিতা, নাচ এবং একুশের কথায় অংশগ্রহণ করেন তৃসান, ঈমান, নাইসা, নবিহা, ঈশিতা, ইশাল, কাশভি, AnhMinh (Vietnamese), Venezuela Spanish group choir এবং হাসনাত চৌধুরী। সিটি কাউন্সিলম্যান লুইস ভেরা এবং স্টেট রিপ্রেজেন্টেটিভ সুসান ভালদেসের স্বাগত বক্তব্যের মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় আইপার নিজস্ব শিল্পীদের মনোমুগ্ধকর দলীয় পরিবেশনা গীতিনৃত্যনাট্য "বর্ণমালার শপথ"। এই গীতিনৃত্যনাট্যটির গ্রন্থনা এবং সংগীত পরিচালনায় ছিলেন শফিকুল ইসলাম। সবগুলো গানের রিদম এবং বেস এ সহযোগিতা করেছেন অজেয় অর্ক। নৃত্য পরিচালনায় ছিলেন তাসনুভা রহমান টিনা। গীতিনৃত্যনাট্যটির কবিতার কথা এবং আবৃত্তি পরিচালনায় ছিলেন শফিকুল ইসলাম। "বর্ণমালার শপথ" এ সংগীত, কবিতা এবং অভিনয়ে অংশ নেন শফিকুল ইসলাম, অজেয় অর্ক, অনন্ত প্রত্যয়, নাসির উদ্দিন, আবরার, ব্লেইজ, তানজিন আখতার সানি, শর্মী, মুমু, অর্পা, আরমিন, জোনাক, রুমকি, সুমনা এবং হৃদিতা।
এই পর্বে "আমার ভাই এর রক্তে রাঙানো" গানটির সাথে কন্ঠ মেলান চাইনিজ, আমেরিকান, রাশিয়ান, স্পেনিশ, নেপাল, ফ্রান্স এবং ইন্ডিয়ার শিল্পীরা যা মঞ্চে এক অসাধারণ মুহূর্তের জন্ম দেয়। "বর্ণমালার শপথ" এ নাচে অংশগ্রহণ করেন ইলেইনা, আমাইয়া , ইউভান, জিয়ান, ঈমান, রোজা, এলাইজা, যাওয়ারিয়াহ্, জিনাত, জাইয়ান, নিক্সন, কাশভী, কিয়ানা, ঈশাল, আরিয়ানা, আরিসা, তানিশা, জিহা, আরিনা, অর্পা, আদিফা, মেঘা, সারাহ, টিনা। এর পরে Ganz Nicolai এবং Geo Nicolai পরিবেশন করেন সংগীত। (Romanian and Asamees Language) তার পরে শুরু হয় IPAH শিল্পীদের একক পরিবেশনা। এই পর্বে সঙ্গীতে অংশ নেন সুমনা, রুমকি, সানি, শফিক, অজেয়, অনন্ত, ব্লেইজ্, মুমু এবং অর্পা। আবৃত্তি নাসির উদ্দিন এবং জোনাক। নৃত্যে আমরিন।
ডাক্তার ইশরাত জাহান এর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আয়োজনের শেষ অংশে ছিলো Aaron এর চাইনিজ কবিতা, নিশো এবং নওশীনের গান। আরো ছিল সোনিয়া পরিচালিত ইন্ডিয়ান মিউজিক স্কুলের এর অনবদ্য পরিবেশনা। অনুষ্ঠানের দর্শকদের জন্য সকালের জল খাবার এবং দুপুরের খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়। অতিথি আপ্যায়নে ছিলেন অরিজিৎ ঘোষ। এছাড়া অডিটোরিয়ামের বাইরে শাড়ি, বই এবং বিভিন্ন স্টল অনুষ্ঠানের উচ্চতাকে আরো অনেক উপরে নিয়ে যেতে সাহায্য করে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: স্মরণে শ্রদ্ধাঞ্জলি, হৃদয়ে সংস্কৃতি
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৩১ পিএম
.jpg)
আন্তর্জাতিক রিলেটেড নিউজ

VOA Launches Programming in Sindhi

মুম্বাইয়ে কার্যালয় স্থাপনের ঘোষণা তাইওয়ানের; বেইজিংয়ের প্রতিবাদ

No scope to revoke death penalty, Asif Nazrul says after meeting Volker Turk

Professor Ali Riaz and Professor Rebecca Manring Re-Elected as President and Vice President of AIBS

ট্রাম্পের অভিষেক হবে ইনডোরে, পাল্টালো ৪০ বছরের ইতিহাস

ট্রাম্পের শপথে যে যে জিনিস ভাইরাল হল

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত করলেন যুক্তরাষ্ট্রের আদালত

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী