আন্তর্জাতিক:
সিএমজির মধ্য-শরৎ উৎসবের সান্ধ্য-গালা দেশ বিদেশের দর্শকদের প্রশংসা পেয়েছে
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:৫৪ এএম

১০ সেপ্টেম্বর রাতে শুরু হওয়া চায়না মিডিয়া গ্রুপের ২০২২ সালের মধ্য-শরৎ সান্ধ্য-গালা অনুষ্ঠান সারা বিশ্বের প্রবাসী চীনাদেরকে একটি উষ্ণ ও প্রেমময় মধ্য-শরৎ উৎসব উপহার দিয়েছে।
দেশ বিদেশের টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি গালা অনুষ্ঠানটি প্রথমবারের মত ৮কে এইচডি প্রযুক্তি দিয়ে প্রচারিত হয়। প্রথমবারের মতো শত শহরের সহস্রাধিক বড় স্ক্রিনে তা প্রচার করা হয়েছে। দর্শকরা দেশের ৭০টি শহরের ২৭০টিরও বেশি খোলা মাঠে বড় স্ক্রিনে এই গালা অনুষ্ঠান উপভোগ করতে পেরেছে।
শনিবার রাত ১০ টা পর্যন্ত সিএমজির মধ্য-শরৎ উৎসবের সান্ধ্য-গালা অনুষ্ঠান বিভিন্ন মঞ্চে২৩.৮ কোটি দর্শকের কাছে পৌঁছেছে। সিএমজি’র মধ্য-শরৎ উৎসব অনুষ্ঠান সম্পর্কিত টপিক রিভিউ হয়েছে ৭.৭ বিলিয়ন পার্সন টাইমস। সংশ্লিষ্ট ভিডিও প্রচার হয়েছে ৯০ কোটি বার।
গালা অনুষ্ঠানে মহাকাশ স্টেশনে চীনা নভোচারী ছেন তুং, লিউ ইয়াং ও ছাই সুই চ্য সিএমজির মাধ্যমে সারা বিশ্বের প্রবাসী চীনাদেরকে মহাকাশ থেকে মধ্য-শরৎ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।
চলতি বছরের এই গালা অনুষ্ঠান ‘চিন্তাধারা, শিল্প ও প্রযুক্তি’ এই তিনটি বিষয়কে সংযুক্ত করে অনুষ্ঠান আয়োজন করেছে। যা চিয়াং সু প্রদেশের চাং চিয়া কাং শহরের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যবাহী রীতিনীতি তুলে ধরেছে। সেই সঙ্গে কণ্ঠ, আলো, বিদ্যুৎ, সংগীতসহ বিভিন্ন শিল্প উপাদানকে মঞ্চে প্রয়োগ করা হয়। এর ফলে দর্শকরাএকটি অসাধারণ অনুষ্ঠান উপভোগ করে।
এ বছরের মধ্য-শরৎ উৎসবে চায়না মিডিয়া গ্রুপের গালা অনুষ্ঠানের প্রধান মঞ্চ হয় ‘গোলাকার’। একে কেন্দ্র করে পানি, দৃশ্য, চাঁদ এবং মানুষের সংযোগের ব্যবস্থা করা হয়েছে। গোলাকার মঞ্চ পুনর্মিলনের উষ্ণতা ও প্রেমময় আমেজ তৈরি করেছে।
নতুন প্রযুক্তির সাহায্যে ভার্চুয়াল ও প্রকৃত দৃশ্যের মাধ্যমে দর্শকমণ্ডলী পাহাড় ও নদীর মাঝে চলে যান। তারা মুহূর্তের মধ্যে প্রাচীনকালে ফিরে যান।
যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের তথ্য-মাধ্যমে এই গালা অনুষ্ঠান প্রচার করা হয়েছে। সূত্র:সিএমজি।
আন্তর্জাতিক রিলেটেড নিউজ

সঙ্কটে বাংলাদেশের সাথে আরও মজবুত ‘অর্থনৈতিক বন্ধন’ চান ভারতের রাষ্ট্রপতি
.jpg)
ঋষি সুনকের সম্পদের পরিমাণ চোখ কপালে ওঠার মতো

মেলায় চীনের উন্মুক্তকরণ ও অভিন্ন উন্নয়ন প্রতিফলিত হয়েছে

ন্যাচারাল অলিম্পিয়ায় বাংলাদেশি জাহাঙ্গীর আজিজির রৌপ্য জয়

জমকালো অনুষ্ঠানে পর্দা উঠল বিশ্বকাপ ফুটবলের

চীন দ্রত একটি সুন্দর ও টেকসই বিশ্ব প্রতিষ্ঠায় উৎসাহ ও নেতৃত্ব দিতে পারে

Agreement Signed with NGO to Deliver VOA’s English Language Training in Ukraine

শি চীন পিং পার্টিকে আধুনিক জ্ঞান সম্পন্ন বুদ্ধিদীপ্ত চিন্তার উপর আত্মনিয়োগ করে আসছেন