৪ সেপ্টেম্বর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা, বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

 

বৈঠকে সি চিন পিং বলেন, চলতি বছর হলো দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। গত বছর দু’দেশের সম্পর্ককে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা হয়। এ এক বছরে দু’দেশের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে; চীন-জাম্বিয়া অর্থ-বাণিজ্য বর্ষ, সংস্কৃতি ও পর্যটন বর্ষের মতো বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এদিকে, দু’দেশ আধুনিকায়নের পথে একে অপরকে সমর্থন করে যাচ্ছে। 

 

 

সি আরও বলেন, দু’দেশকে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ জোরদার করতে, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বাড়াতে, পারস্পরিক রাজনৈতিক আস্থা উন্নত করতে, বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে, এবং আন্তর্জাতিক বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে হবে।  

 

জবাবে হিচিলেমা বলেন, গত বছর তার চীন সফরকালে দু’দেশের সহযোগিতার প্রশ্নে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। জাম্বিয়া ‘এক-চীন নীতি’ মেনে চলে এবং চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায়। আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে তার দেশে বিনিয়োগ করতে তিনি আহ্বানও জানান। পাশাপাশি, তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে চীনের ভূমিকার প্রশংসা করেন। 

 

হিচিলেমার সফরকালে চীন জাম্বিয়ার সাথে সয়াবিন রপ্তানি, চিকিৎসা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করে। 

সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।