যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গুলি করা টমাস ম্যাথিউ ক্রুকস তারই দল রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার। বিবিসির খবর বলছে, ক্রুকস পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা। বাটলার থেকে এই শহরের দূরত্ব ৭০ কিলোমিটার। গুলির এ ঘটনাকে হত্যাচেষ্টা ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে এফবিআই। অনলাইনে তথ্য ছড়িয়ে পড়েছে যে, হামলাকারী ক্রুকস এ অঙ্গরাজ্য পর্যায়ের ভোটার। এ সংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, তার জন্ম ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর। ওই নথি অনুযায়ী, তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার। সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে ‘সক্রিয়’ হিসেবে লেখা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় ট্রাম্পের ওপর হামলা হয়। তখন নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেন ট্রাম্প। পাশেই কমপক্ষে ১৩০ গজ দূরের একটি ভবনের ছাদ থেকে গুলি করেন ক্রুকস। এর পরপরই ট্রাম্প মঞ্চে বসে পড়েন। তার ডান কান দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। গোয়েন্দা সংস্থার সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরেন এবং দ্রুত গাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় ট্রাম্পকে। সিক্রেট সার্ভিসের স্নাইপাররা গুলি করে হত্যা করেছেন ক্রুকসকে। তার কাছ থেকে উদ্ধার করেছেন এআর স্টাইলের একটি রাইফেল।
ট্রাম্পকে গুলি করা ক্রুকস রিপাবলিকান দলের ভোটার!
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:৪৫ এএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

গাজা পরিস্থিতি অমানবিক: রেড ক্রস প্রেসিডেন্ট

চীন-বাংলাদেশ নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার:চীনা রাষ্ট্রদূত লি জিমিং

চীনে বিভিন্ন কাজের সুযোগ পাচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিরা

চীনা জনগণের জন্য অপূরণীয় ক্ষতি:শোকসভায় সি চিন পিং

ছিংহাই প্রদেশে জাতিগত ও ধর্মীয় কাজে সমন্বয় করা প্রয়োজন: সি চিন পিং

এবার ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিলেন কমলা হ্যারিস

চিয়াং জে মিনের মৃত্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শোক প্রকাশ

চীনে সচ্ছল সমাজ গড়ে তোলা হয়েছে