আজ ২০ মে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন বিশ্ব সংগীত কেন্দ্র 'র নিউইয়র্ক শাখা র ১ম সম্মেলন। বর্নাঢ্য এ আয়োজনে গুনীজন সম্মাননা পর্বে সম্মাননা স্মারকে ভুষিত হচ্ছেন সাংস্কৃতিক কর্মকান্ডে আজীবন নিবেদিত নিউইয়র্ক প্রবাসী তিন গুনীজন শহীদ হাসান রথীন্দ্র নাথ রায় মতলুব আলী। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্হানীয় বিশিষ্ট শিল্পীদের পরিবেশনার পাশাপাশি সংগীত পরিবেশন করবেন সংগঠনের এরিজোনা শাখার শিল্পীবৃন্দ। উল্লেখ্য, বিশ্বব্যাপি ছড়িয়ে থাকা বাংগালী শিল্পী সাহিত্যিক সংস্কৃতিকর্মী দের নিয়ে একটি সাংস্কৃতিক বলয় গড়ে তুলতে, প্রবাসে বেড়ে উঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলা সংগীত, শিল্প,সাহিত্য, ইতিহাস ঐতিহ্য অবহিত করন,প্রশিক্ষন,লালন এবং বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ২০১২ সন থেকে। ইতিমধ্যে বিশ্বের নানা প্রান্তে বাংগালী অধ্যুষিত শহর গুলোতে সংগঠনের শাখা গঠিত হয়েছে। বিশ্ব সংগীত কেন্দ্রে র প্রধান কার্যালর ইতালির রাজধানী রোম থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা এবং বৈশ্বিক সমন্বয়ক বিশিষ্ট সংগীত শিল্পী জাকারিয়া কাজী র তত্বাবধানে বিশ্বব্যাপী এ কর্মযজ্ঞ পরিচালিত হয়।