সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপ "মুদ্রাস্ফীতি হ্রাস আইন" নিয়ে আলোচনা শুরু করেছে। ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডমব্রোস্কি বলেছেন, বিশাল বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক ভর্তুকি বাট্যাক্সক্রেডিটের পথ বেছে নেওয়া উন্নয়ন সমস্যা সৃষ্টি করবে। 

এ সম্পর্কে ১৯ জানুয়ারি বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়েন পিন বলেন, “আমরা লক্ষ্য করেছি যে, মার্কিন বিলের বৈষম্যমূলক সুরক্ষাবাদী বিধানগুলো দেশটির মিত্রসহ অনেক পক্ষ থেকে বিরোধিতাও সমালোচনার মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী শিল্প শৃঙ্খল ও সরবরাহ শৃঙ্খলকে মারাত্মকভাবে ব্যাহত করেছে, বিশ্ব অর্থনীতির খণ্ডিত হওয়ার ঝুঁকি বাড়িয়েছে, এবং ক্রমবর্ধমান হারে বিশ্ব অর্থনীতির উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

মুখপাত্র আরও বলেন, “অন্যান্য দেশকে তাদের উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের এক তরফাবাদ ও সংরক্ষণবাদের অনুসরণ ন্যায়সঙ্গত নয়, বরং বাজারের নিয়মও অর্থনৈতিক আইনের লঙ্ঘন। এ ধরনের আচরণ সফল হবে না। আমরা যুক্তরাষ্ট্রকে ডব্লিউটিও’র নিয়ম ও বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলতে এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার কর্তৃত্ব ও কার্যকারিতাকে আন্তরিকতার সাথে রক্ষা করার তাগিদ দিচ্ছি।”
সূত্র: জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ