এম আব্দুর রাজ্জাক, (বড় আখিড়া), বগুড়া থেকে : বগুড়া জেলার আদমদিঘী উপজেলার  ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০৮ নং ওর্য়াডে "বড় আখিড়া নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার"  উদ্যোগে ওয়াজ মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। ০ ৯ ফেব্রুয়ারি -২০২৩ খ্রি. বৃহস্পতিবার , বাদ আসর  হতে বগুড়া  জেলার আদমদিঘী উপজেলার  ১নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০৮ নং ওর্য়াডের "বড় আখিড়া নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার" ১৭ তম বার্ষিকী ওয়াজ মাহফিলে জনাব আলহাজ্ব ডাঃ মোঃ আব্দুল মালেক সোনারের ( সভাপতি  অত্র মাদ্রাসা ) সভাপতিত্বে,প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান আন্তর্জাতিক খ‍্যাতি সমপূন‍‍্য মিষ্টভাষী   মাওলানা মুফতি মোঃ ওয়ালিউল্লাহ সাহেব ( মুহাদ্দিস, রামপুরা মাদ্রাসা , ঢাকা )।২য় বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন বিশিষ্ট আলেমদ্বীন মুফাচ্ছিরে কোরআন  মাওলানা মোঃ আবুযর-আল-জামালী ( নাটোরী ), ৩য় বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন হাফেজ  মাওলানা  মোহাম্মদ আবু মুসা। উক্ত ওয়াজ মাহফিলে আরও  ওলামায়ে কেরামগন কুরআন ও হাদীসের  আলো থেকে মূল্যবান হাদীস পেশ করেন।

"বড় আখিড়া নুরুল কোরআন হাফেজিয়া  মাদ্রাসা " আয়োজিত ১৭ তম বার্ষিকী  কুরআনর ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম খাঁন রাজু, চেয়ারম্যান , উপজেলা পরিষদ, আদমদিঘী, বগুড়া  এবং সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আদমদিঘী উপজেলা শাখা, বগুড়া। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   রাখেন মোঃ আব্দুল হক (আবু) চেয়ারম্যান, ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি  ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ  আদমদিঘী উপজেলা শাখা, বগুড়া।

 

এ ছাড়া "বড় আখিড়া নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ওয়াজ মাহফিল  অনুষ্ঠানে"  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  শেখ জালাল উদ্দিন, ইউ পি সদস্য খন্দকার  মোঃ আবু তাহের দীপু , সমাজ সেবক মোঃ আব্দুস  সামাদ , আলহাজ্ব নুর ইসলাম সাখিদার, মোঃ সুমন আলী , এখলাস গাজী, সোহেল রানা, নাহেদুল ইসলাম নাহিদ, মুক্তার আহমেদ এবং বগুড়ার " নিউইয়র্ক বাংলা ডটকমের এবং" প্রবাহ পত্রিকার " সাংবাদিক এম আব্দুর রাজ্জাক ( নিমাইদিঘী) সহ প্রমুখ।এছাড়াও  ওয়াজ মাহফিলে অংশ গ্রহন করেন, বড় আখিড়া  গ্রামের সকল হাজী সাহেবগন এবং ছোট আখিড়া, পোঁওতা, পূর্ব ও পশ্চিম সিংড়া, সাগরপুর, নিমাইদিঘী গ্রামের হাজার হাজার বিভিন্ন এলাকার ধর্মপ্রান মুসল্লীগন।উক্ত তাফসীরুল কোরআন মাহফিল সভা পরিচালনা করেন মাওঃ মোহাম্মদ আব্দুস সামাদ, মুহাতামিম, বড় আখিড়া নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা।এতে আরও অনেক ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো  বড় আখিড়া নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার ১৭ তম  বার্ষিক ওয়াজ মাহফিল।