লং লিভ শেখ হাসিনা স্লোগান দিতে দিতে জাতিসংঘের সামনে অজ্ঞান হয়ে পড়লেন জাকারিয়া চৌধুরী  গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী।এ সময় তিনি শেখ হাসিনার সরকার বারবার দরকার,লং লিভ লং লিভ শেখ হাসিনা লং লিভ স্লোগান দিতে দিতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।এ সময় তার রাজনৈতিক সহকর্মীরা ৯১১ কল করলে অ্যাম্বুলেন্স এসে উনাকে মাউন্ট সেনাই হসপিটালে নিয়ে যান।দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা আজ ২৫ সেপ্টেম্বর উনার হার্টের এনজিওগ্রাম করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

তাঁর বড়ভাই ও বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি নিজাম চৌধুরী ফেসবুকে স্টাটাস লিখেছেন ঃ

আমার ছোট ভাই জাকারিয়া চৌধুরীর আজ বিকেল ৩ টায় এন জি ও গ্রাম করার পর একটি ৯৫% ব্লকে এন জি ও প্লাস্টি করা হয়। মাউন্ট সাইনাই ম্যানহাটনে ড: সর্মার তত্বাবধানে সাকসেসফুল প্রসিজার শেষে এখন বাসায় ফিরছে। সবাই দোয়া করবেন।