NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সামনে বসন্ত উৎসব শহর থেকে গ্রামাঞ্চলে মানুষের প্রবাহ বৃদ্ধি মহামারী নিয়ন্ত্রণে চেষ্টা


লিলি,বেইজিং: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:১৮ এএম

সামনে বসন্ত উৎসব শহর থেকে গ্রামাঞ্চলে মানুষের প্রবাহ বৃদ্ধি মহামারী নিয়ন্ত্রণে চেষ্টা

 

৭ জানুয়ারি চীনের রাষ্ট্রীয় পরিষদের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফোং বলেন, গ্রাম এবং কমিউনিটি হলো মহামারী প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে এবং জনগণের স্বাস্থ্য রক্ষার সর্বশেষ ধাপ।

চীনের গ্রামীণ অঞ্চল বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে রয়েছে বিশাল জনসংখ্যা এবং তুলনামূলকভাবে অপর্যাপ্ত মাথাপিছু চিকিৎসা সম্পদ। বসন্ত উৎসব যতই ঘনিয়ে আসছে, শহর থেকে গ্রামাঞ্চলে ফিরে যাওয়া মানুষের প্রবাহ বাড়ছে। ফলে গ্রামীণ এলাকায় মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং চিকিৎসা ক্ষেত্রে ভালো কাজ করা প্রয়োজন।

তিনি বলেন, গ্রামাঞ্চলে তৃণমূল সংগঠনের ভূমিকা পুরোপুরি পালন করা,গ্রামাঞ্চলে চিকিৎসা সংস্থাকে সমর্থনের মাত্রা জোরদার করা বয়স্ক, গর্ভবতী মহিলা এবং শিশুসহ গুরুত্বপূর্ণ জনগণের যত্ন নেওয়া, তাদের স্বাস্থ্যের পর্যবেক্ষণ নিশ্চিত করা এবং চিকিৎসা করার সবুজ পথ খোলা উচিৎ। তাছাড়া সুবিধাজনক সেবা দিয়ে গ্রামাঞ্চলে বয়স্কদের টিকাদান বেগবান করা উচিৎ।
রাষ্ট্রিয় পরিষদের যৌথ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সার্বিক গ্রুপ ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ১৫টি দল পাঠিয়েছে।
সূত্র: লিলি, সিএমজি।