NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আদমদীঘিতে দামো বন্ধন লীলা পাঠ- কীর্তন অনুষ্ঠিত


Abdur Razzak প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ এএম

আদমদীঘিতে দামো বন্ধন লীলা পাঠ- কীর্তন অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
আদমদীঘিতে দামো বন্ধন লীলা পাঠ- কীর্তন অনুষ্ঠিত।
শুক্রবার ১১ নভেম্বর, ২০২২


কার্তিক মাস শ্রীহরির সেবার মাস। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগনের কাছে অতীব মাহাত্ন্যপূর্ন একটি মাস। কেননা এই মাসে হরিভক্তির অনুকুল যে কোন কার্যই সহস্রগুন অধিক ফলদান করে ভক্তদের স্বল্প পরিমান ভগবদ সেবা সম্পাদক করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীতি
হন। দামোদর মাসে প্রদীপ প্রজ্জলন করলে পূর্ন লাভ হয়।

এই আত্নবিশ্বাস নিয়েই আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে শুক্রবার রাধাগোবিন্দে মন্দিরে ভাগবতের প্রথম স্কন্ধের দামো বন্ধন লীলা পাঠ ,কীর্তন পরিবেশন ও ভক্তদের সেবার আয়োজন করেন। দামো বন্ধন লীলা পাঠ ও কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার,তালসন রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি শিবেশ কুমার মৈত্র,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল,আনন্দ কুমার কুন্ডু,তালসন মন্দির কমিটির নেতা অমল কুমার পাল, ব্যাটেল মৈত্র,জগাই কুন্ড সহ হাজারো ভক্তবৃন্দ।