NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১০, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ বিশ্বের জ্ঞান ও মানবতাবাদী আলো


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ০৭:৩৩ পিএম

সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ বিশ্বের জ্ঞান ও মানবতাবাদী আলো

 

 


সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’(আন্তর্জাতিক সংস্করণ) সম্প্রচার উদ্বোধনী অনুষ্ঠান গত (বুধবার) মস্কোয় অনুষ্ঠিত হয়েছে। রাশিয়া-চীন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, মিডিয়া এবং শিক্ষাজগতের ২০০ জনেরও বেশি প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন। 


 ‘সি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি (আন্তর্জাতিক সংস্করণ) প্রেসিডেন্ট সি’র গুরুত্বপূর্ণ ভাষণ, নিবন্ধ ও বৈঠকে উদ্ধৃত প্রিয় প্রাচীন কবিতা ও শাস্ত্রবাক্য বেছে নিয়েছে। এটি উদ্ভাবনী উন্নয়ন, সাংস্কৃতিক সমৃদ্ধি, সভ্যতার বৈচিত্র্য এবং আদান-প্রদানসহ বেশ কিছু থিমে ফোকাস করে। তাতে প্রেসিডেন্ট সি চিন পিং’র উচ্চতর রাজনৈতিক প্রজ্ঞা, গভীর দার্শনিক চর্চা এবং মহৎ মানবতাবাদী অনুভূতি দেখা দেয়। 


সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের পরিচালক শেন হাই সিয়োং, অল-রাশিয়া স্টেট টেলিভিশন অ্যান্ড ব্রডকাস্টিং কোম্পানির সভাপতি ওলেগ ডোব্রোডিভ এবং রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভাও অনুষ্ঠানে বক্তৃতা দেন এবং অতিথিদের সাথে যৌথভাবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। রাশিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং হান হুই একটি ভিডিও বক্তৃতা দেন।

ভাষণে শেন হাই সিয়োং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং’র বিদেশ সফরের পদাঙ্ক অনুসরণ করে, বিশ্বব্যাপী দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত ‘মানুষের কাছাকাছি সরল ভাষা - শি চিন পিংয়ের প্রিয় সাংস্কৃতিক উদ্ধৃতি’ বিশ্বের সকল প্রান্তে জ্ঞান এবং মানবতাবাদী আলো ছড়িয়ে দেয়। এই অনুষ্ঠানটি চতুর্থবারের মতো রাশিয়ায় সম্প্রচারিত হচ্ছে। আজ, চায়না মিডিয়া গ্রুপের আনা সর্বশেষ সংস্করণটি কেবল দীর্ঘস্থায়ী আদর্শিক উদ্ধৃতি ব্যবহার করে প্রেসিডেন্ট সি চিন পিং’র রাষ্ট্র প্রশাসন এবং গভীর মানবতাবাদী অনুভূতি সম্পর্কে অসামান্য ধারণাগুলোকে আন্তর্জাতিক দর্শকদের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট এবং সংবেদনশীলভাবে নিয়ে আসে না, বরং কূটনীতি, অর্থনীতি এবং সংস্কৃতির পূর্ববর্তী তিনটি মাত্রার ভিত্তিতে পরিবেশগত সুরক্ষা, প্রতিভা লালন, পারিবারিক শৈলী এবং শিক্ষায় নতুন বিষয়বস্তুও যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক দর্শকরা চীনা ক্লাসিক এবং বিখ্যাত উক্তিগুলোতে আরও ব্যাপক এবং নির্দিষ্ট উপায়ে চীনা সভ্যতার নতুন যুগের অর্থ এবং বিশ্বব্যাপী মূল্য অনুভব করতে পারেন।
সূত্র: রুবি-হাশিম-সুবর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।