NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিএমজির প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন প্রোগ্রাম রুশ দর্শকদের চীন সম্পর্কে জানাবে


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ০৬ মে, ২০২৫, ০১:৪৯ পিএম

সিএমজির প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন প্রোগ্রাম রুশ দর্শকদের চীন সম্পর্কে জানাবে

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাশিয়া সফর এবং সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধের ৮০তম বিজয় বার্ষিকী স্মরণ ও উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের প্রাক্কালে, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন প্রোগ্রাম রাশিয়ায় সম্প্রচার কার্যক্রম মস্কোয় উদ্বোধন করা হয়েছে।

এতে সিএমজি’র দশটিরও বেশি প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন প্রোগ্রাম রাশিয়ার মূলধারার গণমাধ্যমে ধারাবাহিকভাবে সম্প্রচার করা হবে। সিএমজি’র মহাপরিচালক সেন হাই শিয়োং ভিডিও’র মাধ্যমে ভাষণ দিয়েছেন। রাশিয়ায় নিযুক্ত চীনা সাংস্কৃতিক কাউন্সিলর ফেং লি থাও এতে অংশগ্রহণ করেন ও ভাষণ দেন।

সিএমজি’র মহাপরিচালক সেন হাই শিয়োং বলেন, দুই দেশের নেতৃবৃন্দের নির্দেশনায়, দুই দেশের সম্পর্ক ও নানা খাতের সহযোগিতা নতুন স্তরে উন্নীত হচ্ছে। চলতি বছর হচ্ছে ‘চীন-রাশিয়া সাংস্কৃতিক বর্ষ’। সিএমজি রাশিয়ার গণমাধ্যমগুলোর সাথে যৌথভাবে এই কার্যক্রম আয়োজন করেছে। এটি দুই দেশের নেতৃবৃন্দের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন, দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠ এবং দুই দেশের বন্ধুত্বের জনমত ভিত্তি মজবুত করার বাস্তব পদক্ষেপ। রাশিয়ার ব্যাপক দর্শক সিএমজি’র প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আকর্ষণীয় ব্যক্তিত্ব অনুভব করতে পারবেন, চীনের বৈশিষ্ট্যপূর্ণ আধুনিকায়নের উদ্ভাবনী বাস্তবায়ন জানতে পারবেন এবং নতুন যুগের চীনের প্রাণশক্তি প্রত্যক্ষ করতে পারবেন।

চীনা সাংস্কৃতিক কাউন্সিলর ফেং লি থাও বলেন, দুই দেশের নেতৃবৃন্দের কৌশলগত নির্দেশনায়, বর্তমানে দুই দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে। সিএমজির প্রিমিয়াম ফিল্ম ও টেলিভিশন প্রোগ্রাম রুশ দর্শকদের নতুন যুগের চীন ও চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আকর্ষণ জানার বিশেষ সেতু হিসেবে কাজ করবে।

সূত্র : আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।